রোমেরোর মৌসুম শেষ, ইতালির বিপক্ষেও অনিশ্চিত
হিপ ইনজুরিতে মৌসুম শেষ হয়ে গেলো আর্জেন্টাইন ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরোর। আর্সেনালের বিপক্ষে টটেনহামের নর্থ লন্ডন ডার্বির স্কোয়াডে তার নাম না দেখেই আঁচ করা গিয়েছিল, হয়ত চোটের কারণে আবারও মাঠের বাইরে ছিটকে গিয়েছেন তিনি। এবার টটেনহাম কোচ আন্তোনিও কন্তে নিশ্চিত করলেন, চোটের কারণে টটেনহামের হয়ে লিগের বাকি দুই ম্যাচও খেলা হবে না তার।
ইতালির বিপক্ষে কনমেবল-উয়েফা কাপ অব চ্যাম্পিয়ন্সে আর্জেন্টিনার প্রাথমিক স্কোয়াডে রোমেরোর জায়গা হয়েছিল। নতুন এই চোটের ফলে এখন সেই ম্যাচে তার অংশগ্রহণও অনিশ্চিত হয়ে গেলো।
বিজ্ঞাপন
গত নভেম্বরে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে দুই মাসেরও বেশি সময় মাঠের বাইরে ছিলেন রোমেরো। ফেব্রুয়ারিতে ফেরার পর থেকেই টটেনহামের রক্ষণে কন্তের অন্যতম প্রধান অস্ত্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেন আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকা জয়ী এই সেন্টার ব্যাক।
চ্যাম্পিয়ন্স লিগের দৌড়ে থাকা টটেনহামের জন্য চোট নিয়ে রোমেরোর ছিটকে পড়ার সংবাদ বড় এক ধাক্কা হয়েই এসেছে। বার্নলির বিপক্ষে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে সেটা অকপটেই জানালেন কন্তে, ‘অবশ্যই এটা আমাদের জন অনেক বড় ক্ষতি।’
এইচএমএ/এটি