আগামী নভেম্বরে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে ফুটবল বিশ্বকাপের পর্দা উঠবে। ২১ নভেম্বর শুরু হবে বিশ্বকাপ, পরদিনই সৌদি আরবের বিপক্ষে মাঠে নামবে লিওনেল মেসির আর্জেন্টিনা। গ্রুপ এ-তে সৌদি আরব ছাড়াও আর্জেন্টিনার অপর দুই প্রতিপক্ষ হচ্ছে রবার্ট লেভান্ডভস্কির পোল্যান্ড এবং উত্তর আমেরিকার দল মেক্সিকো।

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে যদিও পূর্বে কখনো প্রথমসারির কোন বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজিত হয়নি, তবে দেশটিতে এরই মধ্যে বিশ্বকাপ জেতার অভিজ্ঞতা রয়েছে আর্জেন্টিনার।

১৯৯৫ সালে অনূর্ধ্ব- ২০ বিশ্বকাপ ফুটবল আয়োজন করেছিল কাতার। ওই বিশ্বকাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনার যুবারা। ১৯৯৫ সালের ২৮ এপ্রিল অনুষ্ঠিত হওয়া সে বিশ্বকাপের ফাইনালে হোসে পেকারম্যানের দল ব্রাজিলের ২-০ গোলে হারিয়ে বিশ্বসেরা হয়েছিল। আর্জেন্টিনার হয়ে গোল দুটি করেছিলেন লেওনার্দো বেয়াগিনি ও ফ্রান্সিসকো গেরেরো।

আর্জেন্টিনা এখন পর্যন্ত রেকর্ড ছয়বার অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ জিতেছে। ডিয়েগো ম্যারাডোনার আর্জেন্টিনা ১৯৭৯ সালে প্রথম যুব বিশ্বকাপ শিরোপা জেতে, এরপর ১৯৯৫, ১৯৯৭, ২০০১, ২০০৫ এবং ২০০৭ সালে সর্বশেষ এই শিরোপা ঘরে তোলে আলবিসেলেস্তেরা। যুব পর্যায়ে আর্জেন্টিনার হয়ে মেসির প্রথম আন্তর্জাতিক শিরোপাও ছিল যুব বিশ্বকাপ, ২০০৫ সালে দলকে শিরোপা জিতিয়ে টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হয়েছিলেন তিনি, পেয়েছিল গোল্ডেন বল।

এইচএমএ