১৫০ কোটি টাকা দিয়ে পচেত্তিনোকে বিদায় করছে পিএসজি!
মরিসিও পচেত্তিনোর জায়গা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল সেই রিয়াল মাদ্রিদ ম্যাচের পরই। মেসি-নেইমার-এমবাপেকে নিয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিততে না পারাটা যে বড়সড় এক ব্যর্থতা! সেই ব্যর্থতার দায়ে এবার লিগ জেতার তিন দিন না যেতেই পচেত্তিনোকে কোচের পদ থেকে অব্যহতি দিচ্ছে পিএসজি, জানাচ্ছে ফরাসি সংবাদ মাধ্যম।
লিওনেল মেসির দারুণ এক গোলে লেঁসের বিপক্ষে ম্যাচে লিগ নিশ্চিত করে ফেলেছিল পচেত্তিনোর দল। তবে শনিবার রাতের এই ম্যাচে পরের অভিজ্ঞতাটা ভালো ছিল না পিএসজি বা পচেত্তিনোর। সমর্থকদের বিরূপ প্রতিক্রিয়ার মুখে পড়েন মেসি-পচেত্তিনোরা।
বিজ্ঞাপন
তবে আর্জেন্টাইন কোচকে নিয়েই মূলত অসন্তোষটা ছিল বেশি। পচেত্তিনোর নাম যখন স্টেডিয়ামে ঘোষণা করা হচ্ছে, তখন দুয়ো দিয়ে তাকে ‘বরণ’ করে নিচ্ছিলেন সবাই।
সেই পচেত্তিনোকে আরও একটা মৌসুম ক্লাবে রাখার ইচ্ছে নেই পিএসজির। স্থানীয় সংবাদ মাধ্যম ল্য পারিসিয়েন জানাচ্ছে, আসছে মৌসুমেই তাকে ফ্রি এজেন্ট হিসেবে ছেড়ে দেবে ক্লাবটি। তবে তার আগে এখন তাকে ক্লাবছাড়া করার বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা চলছে ক্লাবটিতে।
সেই প্রতিবেদনে বলা হয়েছে, পচেত্তিনো নিজেই পিএসজিতে থাকতে চাইছেন না আর। পিএসজি যে তাকে চাইছে না, সে গুঞ্জন তো বাতাসে ছড়িয়ে পড়েছিল বহু আগেই।
শেষমেশ যদি পিএসজি তাকে ধরে না-ই রাখে, তাহলে ফরাসি চ্যাম্পিয়নদের গুণতে হবে ১৫০ কোটি টাকা। চুক্তি অনুসারে প্যারিসে প্রতি মৌসুমে এই পরিমাণ অর্থ তিনি আয় করেন। পচেত্তিনোকে বিদায় করতে হলে এই পরিমাণ অর্থ তাকে দিতে হবে, কারণ ফরাসি দলটিতে তার চুক্তি বাকি আরও এক বছর।
তবে ধারণা করা হচ্ছে, পিএসজিতে যে পরিমাণ জনরোষের শিকার হচ্ছেন পচেত্তিনো, সেটাই নিয়ামক হিসেবে কাজ করছে দলটি থেকে বিদায়ের ক্ষেত্রে। লেঁসের বিপক্ষে শিরোপা জেতা ম্যাচ শেষে সমর্থকদের এমন আচরণে বিস্ময়ই প্রকাশ করেছিলেন পিএসজি কোচ। বলেছিলেন, ‘এটা অবিশ্বাস্য, এটা মেনেই নেওয়া যায় না।’
পচেত্তিনোর বিদায় নিয়ে সম্প্রতি প্রশ্ন করা হয়েছিল পিএসজির ক্রীড়া পরিচালক লিওনার্দোকেও। তিনি বলেন, ‘তার সঙ্গে আমাদের কথা বলতে হবে। আমাদের সঙ্গে তার আরও এক বছর চুক্তি আছে। আমাদের এখন সবকিছুকে সূক্ষ্মভাবে যাচাই করতে হবে, সবকিছু নিয়েই ভাবতে হবে, শুধু পচেত্তিনোকে নিয়ে ভাবলেই চলবে না। এটা সত্য যে সবার জন্যই এটা কঠিন একটা মৌসুম ছিল।’
লিওনার্দো আরো যোগ করেন, ‘খেলোয়াড়দের সঙ্গে আমাদের কথা বলতে হবে, শুধু কোচের সঙ্গেই নয়। এ আলোচনাটা হবে নতুন মৌসুমের কৌশল ঠিক করার জন্য। এটা সাধারণ একটা প্রক্রিয়া, আর এতে সবাইকেই অন্তর্ভুক্ত করা হবে।’
এনইউ