তিন বিদেশিতে আশা খুঁজছে শেখ রাসেল
বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে দ্বিতীয় সর্বোচ্চ বাজেটের দল শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেড। সেই দল লিগের শেষ রাউন্ডের আগ পর্যন্ত ছিল রেলিগেশন জোনে। শেষ রাউন্ডের ম্যাচে স্বাধীনতা ক্রীড়া সংঘের বিপক্ষে জিতে এখন কিছুটা নিরাপদ জায়গায়। ১১ ম্যাচে দশ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে কোচ জুলফিকার মাহমুদ মিন্টুর দল।
মধ্যবর্তী দলবদলে শেখ রাসেল ক্রীড়া চক্রে বদলে যাচ্ছে বিদেশি ফুটবলারদের চেহারা। চার বিদেশির মধ্যে তিনটিই বদল করেছে শেখ রাসেল। নতুন তিন বিদেশি আফ্রিকা মহাদেশের। এরা হলেন- নাইজেরিয়ার ইসমাইল আকমিদে, ঘানাইয়ান রিচার্ড গাদজে ও আইভরি কোস্টের চার্লস দিদিয়ের।
বিজ্ঞাপন
নতুন তিন বিদেশি খেলোয়াড়ের ওপর বেশ আশা কোচ জুলফিকার মাহমুদ মিন্টুর, ‘বিদেশিরা ইতোমধ্যে দলের সঙ্গে অনুশীলন করছে। আগের বিদেশিদের তুলনায় তারা বেশ ভালো। আশা করি দ্বিতীয় লেগে ভালো কিছু করা সম্ভব হবে।’ চার্লস দিদিয়ের বাংলাদেশ প্রিমিয়ার ফুটবলে পুরনো মুখেই। চট্টগ্রাম আবাহনীতে ছিলেন কোচ মারুফুল হকের অন্যতম ভরসা, ছিলেন দলের অধিনায়কও।
শেখ রাসেল ক্রীড়া চক্র এবার দল গড়েছিল চ্যাম্পিয়ন হওয়ার জন্য। মাঝে এমন অবস্থা ছিল রেলিগেশনে পড়ার উপক্রম। এখন কিছুটা নিরাপদ জায়গায় থাকলেও খুব স্বস্তিও নেই। অষ্টম রাউন্ড শেষে প্রধান কোচ সাইফুল বারী টিটুকে বরখাস্ত করে ক্লাব। এরপর মিন্টুই ভারপ্রাপ্ত হিসেবে কাজ করছেন। তিন ম্যাচে মিন্টু পাঁচ পয়েন্ট অর্জন করেছেন।
সেই অবস্থান থেকে দ্বিতীয় লেগে দলের লক্ষ্য কী? কোচ মিন্টু জানালেন, ‘আমার লক্ষ্য থাকবে টেবিলের উপরের অর্ধে অবস্থান করার।’ ১২ দলের লিগে উপরের অর্ধে বলতে তিনি ছয় দলের উপরে থাকাকেই বুঝিয়েছেন। টেবিলে পঞ্চম স্থানে থাকা মোহামেডানের পয়েন্ট ১৭। রাসেলের চেয়ে সাত পয়েন্ট বেশি।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে মধ্যবর্তী দলবদলের অপেক্ষায় মূলত শেখ রাসেলই ছিল বেশি। তবে অন্য দলগুলোও কম বেশি খেলোয়াড় নিবন্ধন করিয়েছে এই সময়ে। এই রিপোর্ট লেখা পর্যন্ত সাইফ স্পোর্টিং একজন খেলোয়াড় নিবন্ধন করিয়েছে ইংল্যান্ড প্রবাসী স্যামুয়েল হাডসনকে।
কোচ মারুফুল হকের চট্টগ্রাম আবাহনী নিবন্ধন করিয়েছে তিনজনকে। এর মধ্যে দুই জন দেশি ও একজন বিদেশি। মোহামেডান স্পোর্টিং ক্লাবে এলিটা কিংসলের আসার কথা শোনা গেলেও শেষ পর্যন্ত বসুন্ধরা কিংস ছাড়েনি। বসুন্ধরা থেকে মোরসালিন শুধু এসেছেন মোহামেডানে।
সাদা কালোরা চ্যাম্পিয়নশিপ লিগ থেকে মিরাজুল ও দুই জন ইংল্যান্ড প্রবাসী ফুটবলার নিয়েছেন। মোহামেডান মধ্যবর্তী দলবদলে ছেড়েছে সাবেক অধিনায়ক মামুনুল ইসলামকে। বাংলাদেশ পুলিশ পাঁচ জন ফুটবলার নিবন্ধন করিয়েছে এই দলবদলে। মুক্তিযোদ্ধা এবার ছয় জন নিবন্ধন করিয়েছে, এর মধ্যে দুই জন বসুন্ধরা কিংস থেকে দুই প্রবাসী ফুটবলার মেহেদী ও নবাবকে ধারে দলে ভিড়িয়েছে দলটি। উত্তর বারিধারা করেছে তিনটি নিবন্ধন। বসুন্ধরা কিংস দুই বিদেশি নিবন্ধন করিয়েছে। ঢাকা আবাহনী কোনো ফুটবলার নিবন্ধন করায়নি এই দলবদলে।
এজেড/এনইউ