ম্যানচেস্টার ইউনাইটেড তাদের বাজে সময়টা পেছনে ফেলার ইঙ্গিত দিয়েছে সবশেষ ম্যাচে। ক্রিশ্চিয়ানো রোনালদোর হ্যাটট্রিকে প্রিমিয়ার লিগের শীর্ষ চারের খুব কাছে চলে এসেছে দলটি। দলের সময় ভালোর দিকে গেলেও দলের তারকা ফুটবলার ব্রুনো ফের্নান্দেজের সময়টা অবশ্য সেদিকে এগোচ্ছে না। আজ সোমবার গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছেন তিনি।

ইংলিশ সংবাদ মাধ্যম তার দুর্ঘটনার কবলে পড়ার বিষয়টি নিশ্চিত করেছে। এই দুর্ঘটনার ফলে অবশ্য তিনি আহত হননি। তবে তার কোটি টাকার গাড়ি বেশ ক্ষতিগ্রস্থ হয়েছে, তা প্রকাশ পেয়েছে ইংলিশ সংবাদ মাধ্যমে প্রকাশিত ছবিতে। 

বৃহত্তর ম্যানচেস্টার দমকল বাহিনীর এক মুখপাত্র সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, আজ সোমবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে এই দুর্ঘটনা সংঘটিত হয়। ডানহাম ম্যাসির কাছে স্কুল লেনে দুই গাড়ির পাশাপাশি সংঘর্ষ ঘটে। সেই মুখপাত্র আরও জানান, ‘দুর্ঘটনার পর ৪৫ মিনিট ধরে সেই দুই গাড়ি সেখানে ছিল। এরপর দমকলকর্মীরা সেগুলোকে নিরাপদে সরিয়ে নিয়ে যান।’

ব্রুনোর দল ম্যানচেস্টার ইউনাইটেড আগামীকাল মঙ্গলবার প্রিমিয়ার লিগের ম্যাচে আতিথ্য নেবে লিভারপুলের। সেই ম্যাচে খেলতে ব্রুনোর কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন দলটির অন্তর্বর্তীকালীন কোচ র‍্যালফ র‍্যাংনিক। আজ সংবাদ মাধ্যমকে তিনি বলেন, ‘ব্রুনো শতভাগ ঠিক আছে, কালকের ম্যাচে খেলতে তার কোনো সমস্যা নেই।’

এনইউ