ড্র করে বার্সা বলছে, মাঠটা ভালো ছিল না
আইনট্র্যাখট ফ্রাঙ্কফুর্টের মাঠে বার্সেলোনা কঠিন এক ম্যাচই পার করেছে। পিছিয়ে পড়েও ১-১ ড্র নিয়ে ফিরতে পেরেছে। এমন ড্রয়ের পর বার্সেলোনার গোলদাতা ফেররান তরেস জানালেন, মাঠের অবস্থা মোটেও সন্তোষজনক ছিল না। এরপর কোচ জাভিও বললেন, মাঠটা ভালো ছিল না।
আইনট্র্যাখটের মাঠে শুরুতেই বার্সেলোনা খেয়েছিল ধাক্কা। ম্যাচের ২২ মিনিটে হারিয়েছিল ডিফেন্ডার জেরার্ড পিকেকে। এরপর দ্বিতীয়ার্ধের শুরুতে হজম করে বসে গোলও। পরে তরেসের গোলে সমতা ফেরালেও জয়ের দেখা অবশ্য পায়নি জাভির শিষ্যরা। এর ফলে দ্বিতীয় লেগে জয় ছাড়া আর কোনো উপায় খোলা রইলো না বার্সার সামনে।
বিজ্ঞাপন
তবে ম্যাচের ভেন্যু ডয়েশ ব্যাংক স্টেডিয়ামএর মান নিয়ে প্রশ্ন তুলেছেন তরেস। বলেছেন, ‘মাঠটা খুব ভালো অবস্থায় ছিল না।’ সেটা অবশ্য ম্যাচেই দেখা যাচ্ছিল। বারবার পিছলে পড়ছিলেন খেলোয়াড়রা।
জাভিও এরপর তরেসের বক্তব্যে সহমত পোষণ করেন। বলেন, ‘পিচের অবস্থা খুব একটা ভালো ছিল না। আগামী বৃহস্পতিবার ন্যু ক্যাম্পকে প্রেসার কুকার হতেই হবে।’
মাঠের সমালোচনা করলেও কোচ জাভি অবশ্য প্রতিপক্ষ খেলোয়াড়দের তারিফ করতে ভোলেননি। বলেছেন, ‘তারা দানবের মতো প্রতি আক্রমণে উঠে আসছিল। যা আমাদের খেলাটাকে দুর্বিসহ করে তুলেছিল।’
তবে নিজেদের পারফর্ম্যান্স নিয়েও আফসোস আছে বার্সা কোচের। বললেন, ‘আমরা আমাদের মানে খেলতে পারিনি আজ। স্বাভাবিকের চেয়ে কম সুযোগ সৃষ্টি করেছি আমরা। তবে ম্যাচের ফলাফল নিয়ে আমরা খুশি।’
আইনট্র্যাখটের সমর্থনে গত রাতের ম্যাচে গ্যালারিতে হাজির হয়েছিল দলটির সমর্থকেরা। তেমন কিছু আসছে ফিরতি লেগের লড়াইয়ে নিজেদের মাঠেও চান জাভি, ‘আমাদের ভুলে গেলে চলবে না যে পরের লেগটা আমাদের ঘরের মাটিতে। ন্যু ক্যাম্পে সেই রাতে পরিস্থিতিটা প্রেসার কুকারের মতো হতে হবে।’
এনইউ