বিশ্বকাপে সবাই কঠিন প্রতিপক্ষ : মার্টিনেজ
বিশ্বকাপ কড়া নাড়ছে দরজায়। ইতোমধ্যে হয়ে গেছে টুর্নামেন্টের ড্র। অনেক বলছেন আট গ্রুপের মধ্যে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়েছে আর্জেন্টিনা। পোল্যান্ড, সৌদি আরব ও মেক্সিকোর সঙ্গে একই গ্রুপে আছে আলবিসেলেস্তেরা। মোট ৮ গ্রুপে ভাগ হয়ে খেলবে ৩২টি দল।
এখন বিচার-বিশ্লেষণ চলছে কে পড়েছেন কেমন গ্রুপে। আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ অবশ্য মনে করেন, বিশ্বকাপের সব প্রতিপক্ষই কঠিন। গ্রুপ পর্বে না হলেও পরে যে শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে লড়তে হবে, এটিও মনে করিয়ে দিয়েছেন তিনি।
বিজ্ঞাপন
তিনি বলেছেন, ‘আমরা হয়তো জার্মানিকে পেতে পারতাম অথবা নেদারল্যান্ডকে। সৌভাগ্যবশত তারা আমাদের গ্রুপে পড়েনি কিন্তু ব্যাপরটা একই আছে। আপনি তাদের পরে পেতে পারেন। বিশ্বকাপে সবাই কঠিন প্রতিপক্ষ। সৌদি আরব কাতারের কাছাকাছি, পোল্যান্ড-মেক্সিকোও কঠিন। আমাদের এক ম্যাচ করে এগিয়ে যেতে হবে।’
এই প্রথম বিশ্বকাপে খেলবেন মার্টিনেজ। গত কোপা আমেরিকায় নিজেকে প্রমাণ করে এখন জাতীয় দলের নিয়মিত গোলরক্ষক তিনিই। তবে এমন কিছুর স্বপ্নটা অনেক আগে থেকেই দেখছেন মার্টিনেজ। কথা বলেছেন অগ্রজদের সঙ্গে, তিনি নাকি গিয়েছেন মনোবিদে কাছেও।
মার্টিনেজ বলেছেন, ‘আমি জাতীয় দলের জন্য অনেক বছর ধরে তৈরি হয়েছি কিন্তু আমার আগের দল এটাকে আটকে রেখেছে। আমাকে এজন্য এটা পেতে ক্লাব ছাড়তে হয়েছে। ইউরোপে খেলার সব পরিকল্পনাই ছিল আর্জেন্টিনা জাতীয় দলের জন্য নিজেকে তৈরি করা। এজন্য আমি যখন সুযোগ পেয়েছি, জাতীয় দলের সাবেকদের সঙ্গে কথা বলেছি যারা আগে বিশ্বকাপে খেলেছে।’
‘তারা আমাকে বলেছে তোমাকে মনোবিদের কাছে যেতে হবে, জাতীয় দলের গোলরক্ষক হওয়া সহজ ব্যাপার না। এখন আমার একজন মনোবিদ আছে। লক্ষ্যটা সব জায়গাতেই একই রকম, একই সাইজের। সবচেয়ে সুন্দর ব্যাপার হচ্ছে আমি একটা দেশকে ডিফেন্ড করি, একটা দলের চেয়ে যেটা অনেক বেশি।’
এমএইচ