ফুটবল ক্লাব বার্সেলোনায় খেলার সূত্র ধরে দুই জনের বন্ধুত্ব। দিনে দিনে সেই বন্ধন শক্ত হয়েছে বেশ। লুইস সুয়ারেজ আগেই বার্সা ছেড়েছেন। গত গ্রীষ্মে মেসিও বিদায় বলেছেন বার্সাকে। তবুও সময় পেলেই দুই বন্ধু একত্রিত হন, আড্ডায় মাতেন গোটা পরিবার নিয়ে। এ খবর সমর্থকদের অজানা নয়। তবে নতুন খবর হচ্ছে, বন্ধু মেসিকে টপকে শীর্ষে উঠেছেন সুয়ারেজ। এখন দক্ষিণ আমেরিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ইতিহাসে সর্বোচ্চ গোল স্কোরার উরুগুয়ের ফরোয়ার্ড।

বাংলাদেশ সময় বুধবার ভোরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে চিলির মুখোমুখি হয় উরুগুয়ে। এ ম্যাচে ২-০ গোলের ব্যবধানে জয় পায় দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচের ৭৯তম মিনিটে বাইসাইকেল কিকে দারুণ একটি গোল করেন সুয়ারেজ। যেটি নিজেই বলছেন, বিশেষ কিছু। এই গোলের কল্যাণেই মেসিকে টপকে যান সুয়ারেজ।

দক্ষিণ আফ্রিকান ফুটবল কনফেডারেশনের পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বকাপ বাছাই খেলতে নেমে সাকুল্য ২৯ গোল হলো সুয়ারেসের। ৬২ ম্যাচ খেলে গোলের এই রেকর্ড একার করে নিলেন তিনি। মেসিকে ছাড়িয়ে তিনি এখন এককভাবে শীর্ষে। মেসি অবশ্য ম্যাচ খেলেছেন সুয়ারেসের চেয়ে দুটি কম।

নিজের গোল নিয়ে ম্যাচের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সুয়ারেজ একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘স্পেশাল রাত, স্পেশাল ম্যাচ, স্পেশাল জার্সি এবং গোল। আমার দেশের হয়ে এমন অনন্য ও অবিস্মরণীয় মুহূর্তগুলির চেয়ে বেশি আর কী চাইতে পারি!’

টিআইএস/এটি