এমবাপে-হালান্ডের আশা ছেড়ে দিয়েছে বার্সা
হালের দুই বড় তারকা কিলিয়ান এমবাপে ও আর্লিং হালান্ড। দুজনেরই ক্লাব ছাড়ার গুঞ্জনটা জোরালো বেশ। পিএসজি ও বরুশিয়া ডর্টমুন্ড ছেড়ে তারা পাড়ি জমাবেন নতুন ক্লাবে। কোথায় যাবেন তারা? এ নিয়ে এমনিতে জল্পনা-কল্পনার শেষ নেই।
তবে দুই তারকার সঙ্গেই শোনা যাচ্ছে বার্সেলোনার নাম। যদিও বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তা বলছেন, এদের কাউকেই দলে নেবে না বার্সা। কারণটাও স্পষ্ট, কাতালান ক্লাবটির অর্থনৈতিক পরিস্থিতি ভালো নয়। যে কারণে ছাড়তে বাধ্য হয়েছে দলটির ইতিহাসের সেরা তারকা মেসিকে।
বিজ্ঞাপন
হালান্ডের জন্য প্রায় ৭৫ মিলিয়ন রিলিজ ক্লজ দিতে হবে বরুশিয়াকে। অ্যাজেন্ট ফি, সাইনিং বোনাস মিলিয়ে অর্থটা আরও বেশি। এরপর তার বেতনের প্রত্যাশাটাও অনেক বেশি। এমবাপে ফ্রি অ্যাজেন্ট হলেও তাকে দিতে হবে মোটা অঙ্কের বেতন। সঙ্গে বার্সার জন্য তাদের অনুভূতিও সেভাবে কাজ করছেন, এমনটাই বলছেন লাপোর্তা।
তিনি বলেছেন, ‘হল্যান্ড অথবা এমবাপে? যদি আমরা পছন্দের কথা জানতে চান, আমি নিজে যে বিবৃতি দিয়েছি সেটার প্রতিই অবিচল থাকবো। যারা পরিষ্কার করেছে বার্সেলোনায় খেলতে চায়, যারা এখানে আসতে আসছে। কখনোই এই দুইজন আমাকে এটা নিয়ে বলেনি।’
‘যদি তাদের এমন অনুভূতি কাজ না করে, তাহলে এটা কঠিন। আমার কাছে এই দুইটা চুক্তির ব্যাপারে যেটা প্রকাশ করা হয়েছে ওই অনুযায়ী। আমরা ওই অঙ্ক কখনোই গ্রহণ করতে পারবো না, কোনোভাবেই না।’
এমএইচ/এটি