দারুণ একটা মৌসুম কাটিয়েছিলেন রোমেলো লুকাকো। ২৪ গোলের সঙ্গে করেছিলেন ১১ অ্যাসিস্ট। তার দল ইন্টার মিলানও জিতেছিল সিরি আর শিরোপা। দুর্দান্ত মৌসুম কাটানো লুকাকো জিতেছিলেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার। পেছনে ফেলেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদোকে। 

খেলোয়াড়দের ভোটে মূলত দেওয়া হয় সিরি আর সেরা খেলোয়াড়ের পুরস্কার। তখন জুভেন্তাসে ছিলেন রোনালদো, লুকাকো ইন্টারে। এখন দুজনেই খেলছেন প্রিমিয়ার লিগে। লুকাকো বলছেন, রোনালদোকে পেছনে ফেলে পুরস্কার জেতা তার জন্য সম্মানের। 

তিনি বলেছেন, ‘ক্লাব সবসময় আমাদের সমর্থন দিয়েছে আর সমর্থকরাও, যাদের আমি কৃতজ্ঞতা জানাতে চাই। ক্রিশ্চিয়ানো রোনালদোকে পেছনে ফেলা প্রতিদিন ঘটার মতো ব্যাপার না। আমার জন্য, ফুটবল ইতিহাসের সেরা তিন খেলোয়াড়ের একজন সে। রোনালদো আমাকে অন্য একটা পর্যায়ে নিয়ে গেছে কারণ সে দারুণ কিছু করেছে।’

‘আমি খুশি গত মৌসুমে সিরি আর সেরা একাদশে জায়গা পাওয়ায়। যারা আমাকে ভোট দিয়েছেন, আমার দল যারা খুব সাহায্য করেছে, কোচ, সাপোর্ট স্টাফ সবাইকে ধন্যবাদ জানাতে চাই। এটা দলীয় অর্জন আর সেরা একাদশে থাকতে পারাটা সম্মানের।’

মৌসুম শেষেই অবশ্য ইন্টার মিলান ছেড়ে আসেন লুকাকো। যোগ দেন নিজের পুরোনো ক্লাব চেলসিতে। এখানে অবশ্য সময়টা ভালো কাটছে না তার। তবে গত মৌসুমের সুখস্মৃতি ভুলেননি বেলজিয়ান তারকা। তিনি বলছেন, দলের সমর্থন ছাড়া সম্ভব হতো না কিছুই।

লুকাকো বলেন, ‘অল্প বয়স থেকে সিরি আতে খেলা আমার স্বপ্ন আর এটা অর্জন করতে আমি সবকিছু করেছি। এটা করতে পেরে আমি সন্তুষ্ট। মৌসুমের সেরা খেলোয়াড় হতে পারা সম্মানের। এটা এমন কিছু যা দলের সমর্থন ছাড়া সম্ভব হতো না। তারা আমাকে দারুণ কিছু উপলব্ধি করতে সাহায্য করেছে। আমরা একসঙ্গে জিতে অনেক উন্নতি করেছি।’

এমএইচ/এটি