চলমান ফুটবল মৌসুমে দ্বিতীয় সর্বোচ্চ বাজেটের দল গড়েছিল শেখ রাসেল ক্রীড়া চক্র। বসুন্ধরা কিংসের পরই বড় বাজেটের দল শেখ রাসেলের। সেই রাসেলের রীতিমতো ল্যাজেগোবরে দশা চলতি প্রিমিয়ার লিগে, আট ম্যাচ শেষে পয়েন্ট মাত্র ৫। লিগের নবাগত দল স্বাধীনতা ক্রীড়া সংঘের সঙ্গে আছে সমতায়, তাদের সংগ্রহও ৫ পয়েন্ট। গোল ব্যবধানে স্বাধীনতা সংঘ ১২ দলের মধ্যে সবার নিচে আর তাদের উপরে প্রায় দশ কোটি টাকায় গড়া দল শেখ রাসেল। ১২ দলের মধ্যে এবার দুই রেলিগেশনে যাবে। পরিস্থিতির উন্নতি না হলে দলটি এবার হারাবে প্রিমিয়ার লিগে খেলার যোগ্যতা, নেমে যাবে দ্বিতীয় বিভাগে!

আজ বসুন্ধরা কিংস অ্যারেনায় শেখ রাসেল ক্রীড়া চক্র শক্তিসামর্থ্যে পিছিয়ে থাকা দল মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের সঙ্গে হারে ৩-০ গোলে। আগের ম্যাচে গোপালগঞ্জে উত্তর বারিধারার কাছেও ৩-২ গোলে হেরেছিল সাইফুল বারী টিটুর শিষ্যরা। শেখ রাসেল লিগের আট ম্যাচের মধ্যে পাঁচটিতে হার, দুটি ড্র ও একটি জয় পেয়েছে। সাইফ স্পোর্টিংয়ের বিপক্ষে একমাত্র জয়টিও আবার রেফারির বিতর্কিত পেনাল্টির সিদ্ধান্তে। 

জাতীয় দলের নির্ভরযোগ্য গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা, তারকা ফুটবলার সাদ উদ্দিন সহ আরো অনেক প্রতিষ্ঠিত ফুটবলার রয়েছেন। তাদের প্রশিক্ষকও অন্যতম সেরা একজন। জাতীয় দলের সাবেক কোচ সাইফুল বারী টিটু প্রধান কোচ তার সহকারি হিসেবে রয়েছেন জুলফিকার মাহমুদ মিন্টু। তারকা খেলোয়াড়, হাই প্রোফাইল কোচ নিয়েও ফলাফল পাচ্ছে না শেখ রাসেল। এজন্য ক্লাবের ম্যানেজমেন্ট খেলোয়াড় ও কোচদেরই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। বাজে ফলাফলের কারণে প্রধান কোচ সাইফুল বারী টিটু গণমাধ্যমকে এড়িয়ে চলছেন কয়েকদিন ধরে। 

আজ বসুন্ধরা কিংস অ্যারেনায় প্রথমার্ধে মুক্তিযোদ্ধা সংসদ ২২ মিনিটে গোল করে লিড নেয়। ৫৪ ও ৮১ মিনিটে আরো দুই গোলে মুক্তিযোদ্ধার তিন পয়েন্ট নিশ্চিত হয়। এটি তাদের দ্বিতীয় জয়। ৬ পয়েন্ট নিয়ে তারা টেবিলের দশম স্থানে। শেখ রাসেলের চেয়ে এক ধাপ উপরে। 

এজেড/এনইউ/এটি