রহমতগঞ্জকে তলানিতে ঠেলে দিলো মুক্তিযোদ্ধা
নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী বসুন্ধরা কিংসকে হারিয়ে দিয়ে দারুণ চমক দেখিয়ে প্রিমিয়ার লিগে অভিষেক হয়েছিল স্বাধীনতা ক্রীড়া সংঘের। এরপর দুর্বল বারিধারার বিপক্ষে গোলশুন্য ড্র আর বাকি ম্যাচগুলোতে হার। আজ শুক্রবার গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের একমাত্র ম্যাচে মুক্তিযোদ্ধা ২-১ গোলে হারায় স্বাধীনতা ক্রীড়া সংঘকে।
প্রিমিয়ার লিগে একের পর এক হারে ক্লান্ত মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। টেবিলের তলানীতে চলে গিয়েছিল অলরেডরা। আজকের জয়ে পয়েন্ট টেবিলে কিছুটা পরিবর্তন এসেছে। চতুর্থ রাউন্ড পর্যন্ত মুক্তিযোদ্ধা শূন্য পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে ছিল। আজকের জয়ে এক পয়েন্ট পাওয়া রহমতগঞ্জ গিয়েছে পয়েন্ট তালিকার শেষ অবস্থানে। যদিও দুই দলই রেলিগেশন জোনে রয়েছে। নতুন দল স্বাধীনতা সংঘের পয়েন্ট ৪। তারা আছে নবম স্থানে।
বিজ্ঞাপন
আজ ম্যাচ হারলেও অবশ্য প্রথমে লিড নিয়েছিল সফরকারী স্বাধীনতাই। ৫৫ মিনিটে বসনিয়ান ফরোয়ার্ড নেদো তর্কোভিচের লক্ষ্যভেদে ১-০ গোলে এগিয়ে যায় নবাগত স্বাধীনতা। তবে ম্যাচের শেষ দিকে এসে মাত্র চার মিনিটের ব্যবধানেই দুই গোল আদায় করে নিয়ে ম্যাচ নিজেদের করে নেয় তারা। ৮০ মিনিটে স্বাধীনতার ডিফেন্ডার মুরাদের আত্মঘাতী গোলে ম্যাচে ১-১ সমতায় ফেরে মুক্তিযোদ্ধা।
মিনিট তিনেক পর জাপানী ফরোয়ার্ড মিসাওয়ার গোলে ব্যবধান দাঁড়ায় ২-১ এ। শেষ পর্যন্ত আর ম্যাচে ফেরা হয়নি স্বাধীনতা ক্রীড়া সংঘের। আগামীকাল ও পরশু লিগের কোন ম্যাচ নেই।
এজেড/এনইউ