বিপিএলে দ্রুততম ফিফটির রেকর্ড গড়লেন নারাইন
বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ব্যাটার সুনীল নারাইন যেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বোলারদের নিয়ে রীতিমতো ছেলেখেলাতেই মেতে উঠেছিলেন। একের পর এক বাউন্ডারি আর ওভার বাউন্ডারিতে নাকাল করে ছেড়েছেন মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদদের। সেই এক তাণ্ডবেই বিপিএলের দ্রুততম ফিফটির রেকর্ডটা ভেঙে দিয়েছেন তিনি।
বিপিএলের ফাইনালে ওঠার লড়াইয়ে ১৪৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও আশানুরূপ হয়নি ইমরুল কায়েসদের। প্রথম বলেই ওপেনার লিটন দাসকে তুলে নেন শরীফুল ইসলাম। তবে এরপরই শুরু হয় নারাইন সাইক্লোন। শরীফুলের সেই ওভারেই তোলেন ২০ রান। পরের ওভারে আক্রমণে এলেন মেহেদি হাসান মিরাজ। তার সেই ওভার থেকে তুলে নেন ২৩ রান।
বিজ্ঞাপন
তিন নম্বর ওভারে স্ট্রাইক পাননি। চতুর্থ ওভারে পেয়েছেন চতুর্থ বলে। বাকি তিন বলেই এক ছক্কা আর এক চারে তুলে নেন ১০ রান, চলে আসেন বিপিএলে দ্রুততম ফিফটির রেকর্ড থেকে মাত্র একটা চারের দূরত্বে।
সে কীর্তিটা পরের ওভারেই গড়ে ফেলেন ক্যারিবীয় এই ব্যাটার। পঞ্চম ওভারের প্রথম বলে মৃতুঞ্জয় চৌধুরিকে ছক্কা হাঁকান তিনি। ১৩ বলে ফিফটি করে ভেঙে দেন আহমেদ শেহজাদের গড়া ছয় বছরের পুরোনো বিপিএল রেকর্ড।
২০১৬ সালে বিপিএলে ১৬ বলে হাফ সেঞ্চুরি করেন পাকিস্তানি ব্যাটসম্যান আহমেদ শেহজাদ। নারাইন আজ সে রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়েছেন ১৩ বলে ফিফটি ছুঁয়ে। তিনি অবশ্য বিশ্ব রেকর্ডটা ছুঁতে পারেননি। যুবরাজ সিং, হজরতউল্লাহ জাঝাই ও ক্রিস গেইলের টি-টোয়েন্টিতে ১২ বলে হাফ সেঞ্চুরির রেকর্ড আছে।
এই রেকর্ডের পর বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। বিদায় নিয়েছেন দুই বল পরই, বল অবশ্য সীমানাছাড়া করেছেন আরও একবার। বিদায়ের সময় তার নামের পাশে জ্বলজ্বল করছিল ১৬ বলে ৫৭ রান। তার এই ঝোড়ো ফিফটি কুমিল্লাকে ফাইনালের পথে এগিয়ে দিয়েছে বহুদূর। ছয় ওভার শেষেই ইমরুলদের লক্ষ্য নেমে এসেছে অর্ধেকেরও কমে।
এনইউ