প্রথমবারের মতো নারীদের ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এজন্য গত ৩ ফেব্রুয়ারি দেশ ছাড়ে টাইগ্রেসরা। বিশ্বকাপের আয়োজক দেশ নিউজিল্যান্ডে পৌঁছে আজ (সোমবার) দশদিনের কোয়ারেন্টিন সম্পন্ন করেছে নিগার সুলতানা জ্যোতির দল। দলের প্রত্যেক সদস্য পেয়েছেন করোনাভাইরাস নেগেটিভের সনদ। 

নিউজিল্যান্ডে সবুজ সংকেত পাওয়ায় আগামীকাল (মঙ্গলবার) থেকে অনুশীলন করতে পারবে বাংলাদেশ নারী দল। অকল্যান্ডে ২ দিন অনুশীলন করে জাহানারা আলম, সালমা খাতুনরা যাবেন নেলসনে। সেখানে ৯ দিনের প্রস্তুতি ক্যাম্প করবে নারী দলের ক্রিকেটাররা। বিসিবির নারী বিভাগের ম্যানেজার তৌহিদ মাহমুদ বিষয়টি জানান।

সুখবর আছে আরো একটি। ৩ ফেব্রুয়ারি দেশ ছাড়ার আগে করোনা পজেটিভ হওয়ায় নারী দলের সঙ্গে সফর করতে পারেননি এক খেলোয়াড়সহ দলের তিন সদস্য। তাদের ফল নেগেটিভ এসেছে। ফলে আগামীকাল নিউজিল্যান্ডের বিমান ধরার কথা সেই তিন সদস্যের। তবে তারা সরাসরি দলের সঙ্গে যোগ দিতে পারবেন না। নিউজিল্যান্ডে পৌঁছে তাদেরও ১০ দিন আইসোলেশনে থাকতে হবে। 

গত ৩ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের উদ্দেশে যাত্রা করে বাংলাদেশ নারী দল নিউজিল্যান্ডে পৌঁছায় ৪ ফেব্রুয়ারি। সেদিন থেকে শুরু কোয়ারেন্টাইন পর্ব। ১০ দিনের কোয়ারেন্টাইন পর্ব শেষে আগামীকাল মুক্ত হবেন বাঘিনীরা। ১৪ ফেব্রুয়ারি থেকে চলবে কন্ডিশনিং ক্যাম্প। ২৪ ফেব্রুয়ারি ক্যাম্পের পর ২৫ ফেব্রুয়ারি বিশ্বকাপের অংশ হবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। 

আগামী মার্চ মাসে শুরু হবে নারীদের এই বিশ্বকাপ। টুর্নামেন্টটির পর্দা উঠবে আগামী ৪ মার্চ। বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে উদ্বোধনীর পরের দিন অর্থাৎ ৫ মার্চ। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। টাইগ্রেসদের পরের ম্যাচ ১৪ মার্চ, প্রতিপক্ষ পাকিস্তান। ওয়েস্ট ইন্ডিজ, ভারত নারী দলের বিপক্ষে ম্যাচ ১৮ ও ২২ মার্চ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির দল অস্ট্রেলিয়ার মেয়েদের বিপক্ষে লড়বে ২৫ মার্চ। বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ৩ এপ্রিল।

টিআইএস/এনইউ