ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মানেই যেন মোটা টাকার ঝনঝনানি। ফ্র্যাঞ্চাইজি থেকে বোর্ড, এমনকি বিশ্ব ক্রিকেটের তারকা ক্রিকেটাররাও সারা বছর অপেক্ষায় থাকেন এই টুর্নামেন্টের জন্য। আইপিএলের আসন্ন মৌসুমকে সামনে রেখে এবার মেগা নিলাম হচ্ছে। যেখানে নাম দিয়েছিলেন বাংলাদেশ দলের অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে দুই বার নিলামে উঠেও দল পাননি সাকিব। সাকিবের প্রতি ফ্র্যাঞ্চাইজিদের এমন অনাগ্রহ অবাক করেছে তার জাতীয় দল ও বাংলাদেশ প্রিমিয়ার লিগের সতীর্থ জিয়াউর রহমানকে।

সংবাদমাধ্যমকে জিয়া বলেন, ‘আমি মনে করেছিলাম যে সাকিব এবার আইপিএলে খুব বড় একটা পেমেন্ট পাবে। অবশ্যই দল পাবে। কারণ, সাকিবের দল না পাওয়ার কোন কারণ নেই। কেন যে এমন হয়েছে! আসলে আমিও একটু অবাক হয়েছি।’

মেগা নিলাম সাকিবের ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। শনিবার প্রথম ডাকে দল পাননি তিনি। আজ (রোববার) আবার নিলামে ওঠে তার নাম। যেখানে আগের দিনের অবিক্রীত অনেক ক্রিকেটার দল পেলেও আবার উপেক্ষিত সাকিব। তবে ঠিকই দল পেয়েছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। ২ কোটি ভিত্তি মূল্য দিয়ে তাকে দলে টেনেছে দিল্লি।

বিপিএলের দল ফরচুন বরিশালের অলরাউন্ডার জিয়া মনে করছেন, জাতীয় দলের ব্যস্ততার কারণেই সাকিবের প্রতি আগ্রহ দেখায়নি দলগুলো। জিয়া বলেন, ‘একটা জিনিস হতে পারে যে, এই সময়ে তো আমাদের টেস্ট সিরিজ আছে। তখন সাকিব কতটুকু অ্যাভেইলেবল থাকবে, আইপিএল যেহেতু বড় আসর, সাকিব কয়টা ম্যাচ খেলতে পারবে, এটা একটা কারণ হতে পারে। আমি নিশ্চিত না।’

টিআইএস/এনইউ