ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মেগা নিলাম বসেছে ভারতের ব্যাঙ্গালুরু শহরের হোটেল আইটিসি গার্ডেনিয়ায়। আজ (শনিবার) বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হয়েছে এই নিলাম পর্ব। দুদিনের এই মেগা নিলাম পর্বে প্রথম দিনের প্রথম সেটে নাম ছিল ফাফ ডু প্লেসির। নিলামে তার নাম উঠতেই কাড়াকাড়ি শুরু হয় ৩টি দলের মধ্যে। যেখানে দিল্লি ক্যাপিটালস এবং তার সাবেক দল চেন্নাই সুপার কিংসকে টপকে ৭ কোটি রুপিতে ফাফকে দলে টানে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। নিলামে তাকে নিয়ে কেন কাড়াকাড়ি, তার মূল্য বোঝালেন ফাফ।

দুপুরে নিলামে আরসিবিতে নাম লেখানোর পর বিকেলে মিরপুরে মাঠে নামেন ফাফ। বাংলাদেশ প্রিমিয়ার লিগে প্রথমবারের মতো খেলতে নেমে রানের দেখা পাচ্ছিলেন না এই দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান। তবে ফ্র‍্যাঞ্চাইজি ক্রিকেটে তাকে নিয়ে কেন এতো টানাটানি সেটি বোঝালেন ঝোড়ো সেঞ্চুরিতে। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খুলনা টাইগার্সের বিপক্ষে মাঠে নেমে মাত্র ৫২ বলে শতক করেন ফাফ। আরসিবি কেন এতো মূল্য দিয়ে তাকে দলে নিয়েছে, সেটাই যেন বোঝালেন তিনি।

ইনিংসের ১৯তম ওভারে যখন সাজঘরের পথ ধরেন ফাফ, তখন নামের পাশে ঝলমল করছে ১০১ রান। ঝড়ো ব্যাটিংয়ে মাত্র ৫৪ বলে সাজিয়েছেন নিজের এই ইনিংসটি। যেখানে ১২টি চারের সঙ্গে ছক্কা মারেন ৩টি। এবারের বিপিএলে এটি তৃতীয় ব্যক্তিগত শতক। ফাফের এমন দানবীয় ইনিংসের সুবাদে নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ১৮২ রান তুলেছে কুমিল্লা। যেখানে দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান আসে ওপেনার মাহমুদুল হাসান জয়ের ব্যাট থেকে।

ফাফ এর আগে আইপিএলে খেলেছেন চেন্নাইয়ের হয়ে। টানা ৪ মৌসুম দলটির হয়ে মাঠ মাতিয়েছেন তিনি। গত আসরে চেন্নাইকে শিরোপা এনে দিতে ব্যাট হাতে বেশ ভূমিকা ছিল ফাফের। তবে এবার মেগা নিলামের আগে প্রোটিয়া সাবেক অধিনায়ককে ছেড়ে দেয় চেন্নাই। গত ৪ মৌসুম এক ১ কোটি ৬০ লাখ রুপিতে সিএসকের হয়ে খেলেছেন তিনি। এবার ৭ কোটি রুপিতে বিরাট কোহলির আরসিবিতে নাম লিখিয়েছেন ফাফ।

টিআইএস/এনইউ