বিপিএলের দুই-একটি ইনিংস জাতীয় দলের জন্য বিবেচিত নয়
বাংলাদেশ প্রিমিয়ার লিগ শেষ হতেই মাঠে গড়াবে আফগানিস্তানের বিপক্ষে হোম সিরিজ। যেখানে ৩টি ওয়ানডের সঙ্গে আছে ২টি-টোয়েন্টি। সাদা বলের এই দুই সিরিজের দল নিয়ে শেষমুহূর্তে আলোচনায় নির্বাচক প্যানেল। আজ (রোববার) মিরপুরে বসেছিল বৈঠকে। বৈঠক থেকে বের হয়ে নির্বাচক আব্দুর রাজ্জাক জানালেন, বিপিএলের দুই-একটি ভালো ইনিংস জাতীয় দলের দরজা খুলে দেবে না।
এক প্রশ্নের জবাবে রাজ্জাক বলছিলেন, ‘বিপিএল আমাদের টি-টোয়েন্টির সবচেয়ে বড় আসর। অবশ্যই আমরা এটা খুব ভালোভাবে দেখার চেষ্টা করছি। প্রভাব বললে কী হবে, যেখানে যেভাবে হোক না কেন একটা বা দুইটা ইনিংসে তো হবে না। সুন্দর একটা কম্বিনেশন করার চেষ্টা করা হবে।’
বিজ্ঞাপন
বিপিএল অভিষেকেই হ্যাটট্রিক করে আলো ছড়িয়েছেন মৃত্যুঞ্জয় চৌধুরী। তানভীর ইসলাম, নাহিদুলদের মতো তরুণদের সঙ্গে জাতীয় দল থেকে বাদ পড়া কয়েকজন আছেন আলোচনায়। এনামুল হক, লিটন দাসদের টি-টোয়েন্টিতে ফেরানোর বিষয়ে কী ভাবছেন নির্বাচকরা?
রাজ্জাকের ব্যাখ্যা, ‘বিপিএল চলছে, যেহেতু টি-টোয়েন্টি টুর্নামেন্ট চলছে ওইদিকে টি-টোয়েন্টি সিরিজ আছে তো অবশ্যই দেখারই বিষয়। খেয়াল রাখা হচ্ছে বাইরে থাকাদেরও। এটা আমাদেরও সুবিধা হয়েছে এমনি খেলোয়াড়দের জন্য সুবিধা হয়েছে। পারফর্ম করে বা ওইরকম প্রমিনেন্ট হয় তাহলে অবশ্যই সুযোগ থাকবে।’
বিপিএলে স্থানীয় ক্রিকেটারদের পারফরম্যান্স মূল্যায়ন করতে গিয়ে রাজ্জাক বলেন, ‘ভালোর তো কোনো শেষ নেই। যত ভালো হবে তত দলের জন্য ভালো হবে। দলের জন্য ভালো হওয়া মানে আমাদের বাংলাদেশের সব মানুষের জন্য ভালো। ক্রিকেটে আমার এখনও সেইভাবেই মনে হয় যে সন্তুষ্ট হওয়ার জায়গাটা কম। আরও অপশন থাকে, আরও বেটার হলে ভালো হয়।’
টিআইএস/এমএইচ/এটি