বোলার খালেদের চাওয়া ব্যাটসম্যানরা ভালো করুক
এবারের বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরু থেকে রান খরায় ভুগছে। ঢাকা পর্বে রাতের কয়েকটি ম্যাচে রান দেখা গেছে। তবে বিপিএল যেন তার প্রাণ ফিরে পায় চট্টগ্রাম পর্বে। সেখানে খেলা ৮ ম্যাচের প্রায় সবগুলোতেই ১৪০ এর উপর দলীয় সংগ্রহ দেখা গেছে। এবার চট্টগ্রাম পর্ব শেষে আবার ঢাকায় ফিরেছে বিপিএল। আলোচনায় আবার উইকেট আর রান খরা।
চট্টগ্রামে কয়েকটি ম্যাচে রান বন্যা দেখা গেছে। সেখানে ভুগেছেন বোলাররা। উইকেটের দেখা পেলেও দুহাতে রান বিলাতে হয়েছে পেসারদের। তবে ঢাকার দৃশ্যপট ভিন্ন। এখানে রাজত্ব থাকে বোলারদের। তবে এমন দৃশ্য চান না খুলনা টাইগার্স দলের পেসার খালেদ আহমেদ। আজ (বুধবার) মিরপুরে সংবাদমাধ্যমকে জানালেন, তার চাওয়া ব্যাটসম্যানরা ভালো করুক।
বিজ্ঞাপন
খালেদ বলছিলেন, ‘চট্টগ্রামের উইকেট অনেক ভালো ছিল। ফ্ল্যাট ট্র্যাক ছিল। বোলারদের কিছু করার থাকত না, ব্যাটসম্যানদের অনেক কিছু করার থাকত। আমাদের ব্যাটসম্যানারা চট্টগ্রামে ভালো খেলেনি। এই জায়গায় (ঢাকায়) কঠিন উইকেট, তাও চাইব ব্যাটসম্যানরা যেন ভালো করে।’
সুবিধা করতে পারছে না খালেদের দল খুলনার ব্যাটসম্যান। সৌম্য সরকার, রনি তালুকদার, শেখ মেহেদী হাসান, ফরহাদ রেজাদের ব্যাটে ধারাবাহিকতার অভাব। এর প্রভাব পড়েছে পয়েন্ট টেবিলে। পাঁচ ম্যাচে মাত্র ২টি জয় খুলনার। এতে পয়েন্ট টেবিলের শীর্ষ চারের বাইরে অবস্থান তাদের।
খালেদ বলেন, ‘ব্যাটসম্যানরা পারছে না এমন না। তারা চেষ্টা করছে ভালো কিছু করার। ইনশাআল্লাহ্ এবার ভালো ব্যাটিং দেখবেন।’
বিপিএলে নিজের লক্ষ্য কথা বললেন খালেদ, ‘বিপিএলের আগে আমি কিন্তু সুযোগ পাইনি। নিউজিল্যান্ডে ছিলাম। লাল বলের দলের সাথে ছিলাম প্রায় পাঁচ মাসের মত। এখানে এসে ২ দিন সময় পেয়েছি অনুশীলনের। আমার লক্ষ্য ছিল প্রথম থেকে খেললে সর্বোচ্চ উইকেট শিকারি হওয়ার। দুর্ভাগ্যবশত হয়নি। গত ম্যাচ যেহেতু খেলেছি, নিয়মিত খেললে চেষ্টা করব ভালোটা ধরে রাখার।’
টিআইএস/এটি