জানুয়ারিতে ফিফা উইন্ডোতে কোনো ম্যাচ খেলা হচ্ছে না বাংলাদেশের। ব্যস্ততা না থাকলেও জাতীয় দলের নতুন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা বসে নেই। মধ্য জানুয়ারিতে ঢাকায় আসার পর থেকে ক্লাবগুলোতে ভ্রমণ করছেন ৩৭ বছর বয়সী স্প্যানিশ কোচ। তারই ধারাবাহিকতায় আজ বেরাইদার ফর্টিজ স্পোর্টস একাডেমিতে গেলেন ক্যাবরেরা। 

সেখানকার পরিবেশ এবং আনুষাঙ্গিক সুযোগ-সুবিধা দেখে খুশি নতুন এ কোচ। মার্চের ফিফা উইন্ডোতে ফোর্টিজ একাডেমিতে জাতীয় দলের ক্যাম্প করার সম্ভাবনার কথা বললেন ক্যাবরেরা, ‘ফর্টিজ একাডেমিতে আসার অনেকগুলো কারণের মধ্যে একটি হচ্ছে, আমি এখানকার মাঠের অবস্থা দেখতে চেয়েছি। জাতীয় দলের ক্যাম্প এখানে করা যায় কিনা, সম্ভাব্য সুবিধাগুলো আছে কিনা, সেটা দেখতে চেয়েছি। মার্চে ফিফা উইন্ডো আছে। তখন কিছু ম্যাচ খেলার লক্ষ্য আছে আমাদের। এ জন্য আমি আগেই ক্যাম্প করতে চাই। ভেন্যু হিসাবে ফর্টিজ একাডেমি একটা বিকল্প হতে পারে। এছাড়া সিলেট বা চট্টগ্রাম যেখানে আবাসন এবং অনুশীলন মাঠের পর্যাপ্ত সুবিধা আছে, সেখানেও হতে পারে।’

জাতীয় দলের প্রায় সব খেলোয়াড়ের সঙ্গেই ব্যক্তিগতভাবে যোগাযোগ শুরু করে দিয়েছেন ক্যাবরেরা। অস্ত্রোপচারের জন্য ভারতের থাকা জাতীয় দলের অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মনের সঙ্গেও কথা হয়েছে জানালেন নতুন কোচ ,‘তপুর সঙ্গে কথা বলেছি। তার পরিস্থিতি কেমন, অস্ত্রোপচার কেমন হলো, সেসব বিষয়ে জানতে চেয়েছি। কথা বলে মনে হয়েছে দ্রুত রিকভারির ব্যাপারে সে খুব ইতিবাচক। আমিও তাকে আশ্বস্ত করেছি, তার বিষয়ে আমি খোঁজ রাখছি এবং তাকে ইতিবাচক বার্তা দিয়েছি।’

৩ ফেব্রুয়ারি শুরু হওয়ার কথা প্রিমিয়ার লিগ ফুটবল। বিভিন্ন ভেন্যুতে গিয়ে লীগের খেলা দেখে জাতীয় দলের জন্য খেলোয়াড় বাছাই করবেন ক্যাবরেরা।

এজেড/এমএইচ