টেস্ট দলে নাঈম শেখের ডাক পাওয়া বিস্ময়কর বললেও কম বলা হবে! অথচ একাদশেও জায়গা পেয়ে গেলেন এই বাঁহাতি ওপেনার। বাংলাদেশ দলের হয়ে টেস্ট ক্যাপ পাওয়া যে কত সহজ, তারই যেন এক উজ্জ্বল দৃষ্টান্ত গড়লেন নাঈম। অথচ প্রায় ২ বছর লাল বলের কোন ম্যাচই খেললনি তিনি। সাদা বলে, বিশেষ করে ওয়ানডে ফরম্যাটে যে আহামরি কিছু করেছেন তেমনটিও নয়। তবে ঠিক কী ভাবনায় টেস্ট অভিষেক হলো নাঈমের?

নাঈমকে নিয়ে আলোচনার কারণ আছে ঢের। ১০০তম টাইগার ক্রিকেটার হিসেবে টেস্টের জার্সি গায়ে চাপান। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচের প্রথম ইনিংসে ব্যাট হাতে নেমে ৫ বল খেলে আউট হন শূন্য রাতে। কিছুদিন আগেও নাঈম বলেছিলেন, লাল বলে ক্রিকেট নিয়ে বর্তমানে ভাবনা নেই তার। ২০১৮ সালে অভিষেকের পর প্রথম শ্রেণির ফরম্যাটে ৬ ম্যাচে সাকুল্যে রান করেছেন ১৮৩, গড় মাত্র ১৬ এর মতো। 

সে নাঈম সুযোগ পেয়েছেন মাহমুদুল হাসান জয়ের চোটের কারণে। দলের সঙ্গে থাকা ঘরোয়া ক্রিকেটের পরীক্ষিত পারফর্মার ফজলে মাহমদুকে না খেলিয়ে নাঈমকে কেন খেলানো হলো? প্রশ্নের উত্তর নেই ব্যাটিং পরামর্শক অ্যাশওয়েল প্রিন্সের কাছে। নির্বাচকদের দেখিয়ে দিলেন তিনি।

ক্রাইস্টচার্চ টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে প্রিন্স বলছিলেন, ‘আমি নির্বাচক প্যানেলের অংশ না, এটা মূল কথা। আপনাকে এই প্রশ্নের উত্তর পেতে হলে নির্বাচক প্যানেলের কাছে যেতে হবে। অবশ্যই নাইম একজন ওপেনার, সংক্ষিপ্ত ফরম্যাটে নিয়মিত খেলে, যেখানে সে ভালো করছেও।’

অথচ টপ অর্ডারে বেশ ধারাবাহিক ফজলে। এখনো টেস্ট ক্যাম্প মাথায় তুলতে না পারলেও এবার নিউজিল্যান্ড সফরে ডাক পেয়েছেন সাকিব আল হাসানের বিকল্প ভাবনায়। সম্প্রতি এনসিএলে ৬০ এর মতো গড়ে ৬ ম্যাচে ১১ ইনিংসে করেন ৬০৩ রান। যেখানে ১টি সেঞ্চুরি, ৫ ফিফটির তার।

টিআইএস/এনইউ/এটি