সৌরভের বাড়িতে ফের করোনার হানা
করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন সৌরভ গাঙ্গুলি। চিকিৎসা নিয়ে গত ৩১ জানুয়ারি তিনি হাসপাতাল ছাড়েন। তবে এবার এলো নতুন এক দুঃসংবাদ।
সৌরভের ছোট কাকা, সিএবি কোষাধ্যক্ষ, দেবাশিষ গাঙ্গুলি, চাচাতো ভাই শুভ্রদীপ গাঙ্গুলি এবং ভাইয়ের স্ত্রী জুঁই গাঙ্গুলি করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। ইতোমধ্যেই বেহালার বাড়িতে আইসোলেশনে আছেন পরিবারের আক্রান্ত তিন সদস্য। তাদের মৃদু উপসর্গ রয়েছে।
বিজ্ঞাপন
গত ২৭ ডিসেম্বর সৌরভ গাঙ্গুলির দেহে করোনা শনাক্ত হয়। মৃদু উপসর্গ থাকলেও একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। পরে ৩১ ডিসেম্বর হাসপাতাল থেকে বাড়ি ফেরেন ভারতের সাবেক অধিনায়ক ও বিসিসিআই সভাপতি।
২৭ ডিসেম্বর প্রথম পরীক্ষায় সৌরভের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। এরপর দ্বিতীয় পরীক্ষায়ও একই ফল আসে। তবে সৌরভ আক্রান্ত হলেও তার স্ত্রী ডোনা ও মেয়ে সানার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে।
এর আগে চলতি বছরের শুরুতে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন সৌরভ। তখন বেশ ভুগতে হয়েছে তাকে। হাসপাতালে থাকতে হয়েছিল পাঁচ দিন। অ্যাঞ্জিয়োপ্লাস্টি করে স্টেন্ট বসাতে হয়েছিল। পাঁচ দিন হাসপাতালে থাকার পরে বাড়ি ফেরেন।
এমএইচএস