দলটির নাম এই তিন মাস আগেও ছিল জাফনা স্ট্যালিয়ন্স। গত সেপ্টেম্বরে নিজেদের নাম বদলে ‘জাফনা কিংস’ রাখে লঙ্কান প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নরা। চলতি  নিজেদের নামের স্বার্থকতাই যেন প্রমাণ করল দলটি। টানা তৃতীয় বারের মতো জিতল টুর্নামেন্টের শিরোপা, টানা তৃতীয় বারের মতো লঙ্কান ‘অধিপতি’ বনে গেল দলটি। অন্যরকম এই হ্যাটট্রিকের পর অধিনায়ক শোয়েব মালিক চলে এসেছেন বিশ্বরেকর্ডের খুব কাছে। 

স্বীকৃত টি-টোয়েন্টি লিগে সর্বোচ্চ শিরোপার বিশ্বরেকর্ডটা ডোয়াইন ব্রাভোর দখলে। চলতি বছর সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টের হয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের শিরোপা জিতে ছুঁয়েছিলেন কাইরন পোলার্ডের রেকর্ডটা। আইপিএল জিতে ছাড়িয়ে গিয়েছিলেন তাকে। এবার লঙ্কান প্রিমিয়ার লিগ জিতে এবার সেই দু’জনকে এবার চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছেন শোয়েব। 

গতকাল রাতে হাম্বানটোটায় অনুষ্ঠিত ফাইনালে গল গ্ল্যাডিয়েটর্সকে হারিয়েছে তার দল। যার ফলে এ নিয়ে টি-টোয়েন্টিতে ১৪টি শিরোপাজয় হলো মালিকের। তাতেই মালিক চলে এসেছেন ব্রাভো, পোলার্ডদের হাতছোঁয়া দূরত্বে। তাদের থেকে খুব দূরে নেই ভারতের সীমিত ওভারের অধিনায়ক রোহিত শর্মাও। তার জেতা শিরোপার সংখ্যা ১০টি। তবে তিনি বাকি তিনজনকে চ্যালেঞ্জ জানানোর সম্ভাবনা খুব কমই। কারণ আইপিএল ছাড়া অন্য কোনো লিগে যে খেলার সুযোগ নেই তার।

গল গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ফাইনালে গতকাল শোয়েবের দল আগে ব্যাট করে। দারুণ ব্যাটিংয়ের পসরা সাজিয়ে জাফনা ৩ উইকেট হারিয়ে তোলে ২০১ রান। ১১ বলে ২৩ রানের ক্যামিও ইনিংস খেলে দলকে বড় রানের পথে আরেকটু এগিয়ে দিয়েছিলেন ৩৯ বছর বয়সী মালিক। বোলিংয়ে উইকেট পাননি, তবে ৩ ওভারে ১২ রান দিয়ে করা তার কিপটে বোলিং দলের জয়ে বড় ভূমিকাই রেখেছিল। গলের ইনিংস শেষ হয়েছে ৯ উইকেট হারিয়ে ১৭৮ রানে। তাতে শেষ পর্যন্ত শোয়েবের দল ২৩ রানের জয় পেয়ে যায়। শোয়েব পেয়ে যান তার ক্যারিয়ারের ১৪তম টি-টোয়েন্টি লিগ শিরোপার দেখা।

তবে ১৫তম শিরোপার দেখাও পেয়ে যেতে পারেন শিগগিরই। আগামী ২৭ জানুয়ারি থেকে শুরু পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগ পাকিস্তান সুপার লিগ। সে টুর্নামেন্টে তিনি মাঠে নামবেন পেশোয়ার জালমির হয়ে। সে শিরোপা জিতলে কাইরন পোলার্ডের ১৫ শিরোপার কীর্তি ছুঁয়ে তালিকার দুইয়ে উঠে আসবেন তিনি। চলে আসবেন ব্রাভোর বিশ্বরেকর্ডের আরও কাছে।

এনইউ