মাইলফলক অতিক্রম করল বাংলাদেশ। বিজয়ের সুবর্ণ জয়ন্তী ছুঁয়ে ফেলল লাল-সবুজের দেশটি। আজ থেকে ৫০ বছর আগে পাকিস্তানের কাছ থেকে বিজয় ছিনিয়ে আনার গৌরবে ভাসছে গোটা দেশ। উৎসব আর উন্মাদনা, গোটা দেশই যেন সেজেছে লাল-সবুজের সাজে। এমন দিনে দূর দেশে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নিউজিল্যান্ডে অবস্থান টাইগারদের। সেখানে বসেই বিজয়ের ৫ দশক উদযাপন মুশফিকুর রহিমদের।

যারা দেশের হয়ে প্রতিনিধিত্ব করেন, বিজয়ের এই রঙ তাদের গায়েই বেশি লাগার কথা। নিউজিল্যান্ডে থেকেও বাংলাদেশে মন পড়ে থাকা ক্রিকেটাররা এদিন অনুশীলনে নেমেই গাইলেন বিজয়ের গান। জাতীয় সংগীত গেয়ে বিজয় উদযাপন মুমিনুল হলের দলের। একই সঙ্গে সুখবর দিলেন দলটির ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।

এক ভিডিও বার্তায় সুজন বললেন, ‘বিজয়ের পঞ্চাশ বছরে সবাইকে শুভেচ্ছা। আজকে আমাদের কিছু ভালো খবর আছে এখানে। আমরা মাশাআল্লাহ্‌ সবাই নেগেটিভ এসেছি রিপোর্টে। আমাদের সবাইকে অনুশীলনের সুযোগ দিয়েছে। আমি ও টিম ম্যানেজার নাফিস ইকবাল এ বিষয়ে ওদের সঙ্গে কথা বলেছিলাম যে কীভাবে কী করব? ওরা আজকে আমাদেরকে পজিটিভ নিউজ দিয়েছে। আজকে অনুশীলনে গিয়েছিলাম, তবে বৃষ্টির কারণে অনুশীলন করতে পারিনি। এখন আমাদের জিম সেশন হবে।’

নিউজিল্যান্ড গিয়ে কোয়ারেন্টাইনে আছে বাংলাদেশ দল। এবার ক্রিকেটার, টিম ম্যানেজমেন্ট এবং কোচিংস্টাফের সদস্যসহ সর্বমোট ৩০ জন গেছেন। তাদেরকে ৩ ধাপের কোয়ারন্টাইন করতে হচ্ছে। যাদের হাতে নীল ব্যান্ড দেওয়া হয়েছে তারা ৫ দিন কোয়ারেন্টাইনের পর অনুশীলন শুরু করেছেন। হেরাথেরসহ অনেকের আছে হলুদ ব্যান্ড। যারা করোনাভাইরাস রোগির সংস্পর্শে ছিলেন তাদের জন্য এই ব্যান্ড।

সুখবর জানিয়ে সুজন বলেন, ‘কালকে আমরা এখান থেকে বের হয়ে আইসোলেশনে চলে যাবো অন্য একটা হোটেলে। আর যারা ইয়োলো ব্যান্ড ছিল তারা ২০ তারিখ পর্যন্ত এখানে থাকবে। কালকে থেকে উনারা জিম ব্যবহার করতে পারবেন। আর উনারা ২১ তারিখ আমাদের সঙ্গে যোগ দেবেন। ইনশাআল্লাহ্‌ সবাই ভালো আছে, সুস্থ আছে।’

বাংলাদেশ দলের স্পিন বোলিং পরামর্শক রঙ্গনা হেরাথ করোনাভাইরাসে আক্রান্তম তার বর্তমান অবস্থা জানান সুজন, ‘রঙ্গনা হেরাথকে কোয়ারেন্টাইন সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। বাকি সবাই সুস্থ এবং মাশাআল্লাহ্‌ সবাই আমরা নেগেটিভ আছি আলহামদুলিল্লাহ্‌।’

টিআইএস/এটি