সাকিবের সঙ্গে রকিবুলকে নিয়েও সিনেমা বানাতে চান সৃজিত
ঢাকা টেস্টে হঠাৎ প্রাণ ফিরে পেয়েছে। সাকিব আল হাসান আর মেহেদী হাসান মিরাজের ব্যাটে লড়াই জমিয়ে তুলেছে বাংলাদেশ দল। টাইগারদের খেলা দেখতে স্টেডিয়ামে হাজির প্রখ্যাত পরিচালক সৃজিত মুখার্জি। সস্ত্রীক শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলা দেখতে এসে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কথা বললেন ক্রিকেট-সিনেমা নিয়ে।
সাকিব আল হাসানের পাড় ভক্ত সৃজিত জানালেন, কোনরকম সুযোগ পেলেই টাইগার অলরাউন্ডারের বায়োপিক বা জীবনী নিয়ে সিনেমা বানাতে চান তিনি।
বিজ্ঞাপন
সৃজিত বলেন, ‘অবশ্যই আছে (সাকিবের জীবনী নিয়ে সিনেমা বানানোর ইচ্ছে)। সাকিবকে নিয়ে এখনো কোন চলচ্চিত্র হয়নি কেন সেটাই ভাবছি। সে এমন একজন আন্তর্জাতিক মানের অলরাউন্ডার, আমি ভেবেছিলাম এতোদিনে তো হুড়োহুড়ি লেগে যাবে কে বানাবে। যদি বানানো হয়, অবশ্যই আমার আগ্রহ থাকবে বানানোর জন্য।’
বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে বিয়ে করেছেন সৃজিত। সে হিসেবে বাংলাদেশের প্রতিটি টানটা শক্ত হয়েছে কলকাতার এই পরিচলকের। শুধু সাকিবই নন, সাবেক অধিনায়ক রকিবুল হাসানের জীবনীও বড় পর্দায় তুলে ধরার ইচ্ছে আছে তার। সুযোগ পেলেই কাজ করতে চান রকিবুলের জীবনের গল্প নিয়ে।
সৃজিত বলছিলেন, ‘শুধু সাকিব আল হাসানই নয়, রকিবুল হাসানের যে ঘটনা ব্যাটে জয় বাংলা লিখে খেলতে নামা, যে প্রতিবাদ, সেই সময়ের পাকিস্তান দল আর মুক্তিযুদ্ধে সঙ্গে ক্রিকেটের যে সম্পর্ক সেই ঘটনা নিয়েও আমার খুবই ইচ্ছে সিনেমা বানানোর।’
সিনেমার পরিচালক হলেও সৃজিত বলছিলেন, তার প্রথম ১০ ‘প্রেম’ শুরুই ক্রিকেট। ১১তম তালিকায় ঠাই হবে সিনেমার, ‘ক্রিকেট আমার প্রথম প্রেম। ক্রিকেট আমাকে যেভাবে উৎসাহিত করে সেভাবে আর কিছু করে না।’
সাম্প্রতিক সময়ে ক্রিকেট নিয়ে বেশ কিছু সিনেমার কাজ হাতে নিয়েছেন সৃজিত। ভারতের নারী ক্রিকেটের মিতালি রাজকে নিয়ে তার নতুন সিনেমা ‘সাবাশ মিঠু’ কদিন পরই মুক্তি পেতে যাচ্ছে।
টিআইএস/এটি