দ্বিতীয় সেশনে বাগড়া দিয়েছিল বৃষ্টি। তাতে খেলাও বন্ধ ছিল কিছুক্ষণ, তা শেষ হয়ে খেলা অবশ্য মাঠে গড়িয়েছিল পরে। তবে বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টেস্টের প্রথম দিনে এবার বাগড়া আলোকস্বল্পতার। যে কারণে থমকে আছে মিরপুর টেস্টের প্রথম দিনের তৃতীয় সেশন।

পুরো দিনে আকাশ বেশ থমথমে। মেলেনি রোদের দেখা। মাঝে হলো একপশলা বৃষ্টি। সবকিছুর মিশেলে বিকেলের সেশনে এলো আলোকস্বল্পতা।

বিকেল তিনটায় খেলোয়াড়রা অবশ্য একদফা নেমেছিলেন মাঠে। তবে তারা মাঠে আসার ঠিক পরেই আম্পায়াররা জানালেন, খেলা চালিয়ে যাওয়ার মতো যথেষ্ট আলো নেই। ক্রিকইনফো বলছে, আম্পায়াররা বাংলাদেশকে প্রস্তাব দিয়েছিলেন শুধু স্পিনার দিয়ে বল করাতে পারলে খেলা চালিয়ে যাওয়া সম্ভব। তবে বাংলাদেশ সে প্রস্তাবে সায় দেয়নি।

কাগজে কলমে ৫টা ২৪ মিনিট পর্যন্ত খেলা চালিয়ে যাওয়া সম্ভব। তবে সেটার দৌড় কেবল কাগজ কলম পর্যন্তই। মিরপুরে সূর্যাস্তের সময় ৪টা ৫৮ মিনিট। আর সারাদিনে রোদের দেখা মেলেনি যেখানে, শেষ বিকেলে সেখানে আলোর সম্ভাবনা ক্ষীণ। ফলে আজকের দিনে খেলা আবার মাঠে গড়ানোর সম্ভাবনাও কমছে পাল্লা দিয়ে।

এনইউ