গুঞ্জনটাই সত্যি হলো। ঢাকা টেস্ট শুরুর আগে বাংলাদেশ দলের অধিনায়ক মুমিনুল হক বলেছিলেন, ওপেনিংয়ে দেখা যেতে পারে ডানহাতি-বাঁহাতি কম্বিনেশন। বাঁহাতি সাদমান ইসলামের সঙ্গে চট্টগ্রামে ওপেন করা সাইফ হাসান না থাকায় ভাগ্য খুলেছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য মাহমুদুল হাসান জয়ের। দীর্ঘদিন পর টেস্ট দলে ফিরেছেন সাকিব আল হাসান ও সৈয়দ খালেদ আহমেদ। তবে এক ম্যাচ পরেই বাদ পড়েছেন ইয়াসির আলী রাব্বি।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সকাল ১০টায় শুরু হওয়া ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।

পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টের স্কোয়াডে চমক হিসেবেই ডাক পান জয়। তবে চট্টগ্রামে সে ম্যাচের একাদশে সুযোগ পাননি তিনি। ডানহাতি ওপেনার সাইফ হাসান না থাকায় এবার তার জায়গায় সুযোগ পেয়েছেন এই তরুণ। জয়ের অভিষেক ম্যাচ দিয়ে জিম্বাবুয়ে সফরের পর আবার সাদা পোশাকে ফিরেছেন সাকিব।

ঢাকা টেস্টে সুযোগ পেয়েছেন পেসার খালেদ আহমেদ। অনেকটা আলোচনার বাইরে থাকা এই পেসার টেস্ট দিয়ে ফিরলেন প্রায় আড়াই বছর পর। সবশেষ ২০১৯ সালের ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলেছেন তিনি।

পাকিস্তানের বিপক্ষে এ ম্যাচে একাদশে তিনটি পরিবর্তন। সাকিব, জয়, খালেদকে জায়গা ছেড়ে দিয়েছেন ইয়াসির আলি রাব্বি, সাইফ হাসান ও আবু জায়েদ রাহি। আগের ম্যাচে অভিষেক ক্যাপ পাওয়া রাব্বি এ ম্যাচ জায়গা হারান টিম কম্বিনেশনের কারণে। মূলত সাকিব ফেরায় সাইড বেঞ্চে চলে যেতে হয় রাব্বিকে।

একনজরে দুই দলের একাদশ

বাংলাদেশ : সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন চৌধুরী, খালেদ হোসেন।

পাকিস্তান : বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (সহ-অধিনায়ক ও উইকেটরক্ষক), আব্দুল্লাহ শফিক, আবিদ আলী, আজহার আলী, ফাহিম আশরাফ, ফাওয়াদ আলম, হাসান আলী, নোমান আলী, সাজিদ খান ও শাহীন শাহ আফ্রিদি।

টিআইএস