আগের দিন দুই সেশন ফিল্ডিং করেও উইকেটের দেখা পায়নি বাংলাদেশ। সে দৃশ্যটা বদলে গেল তৃতীয় দিনের শুরুতে। দিনের প্রথম ওভারেই তাইজুল জোড়া আঘাত হানলেন পাকিস্তান শিবিরে।

৫৮তম ওভারের পঞ্চম বলে আব্দুল্লাহ শফিককে গুড লেন্থে বলটা করেছিলেন তাইজুল। খানিকটা জায়গা বানিয়ে খেলতে চেয়েছিলেন পাকিস্তান ওপেনার। তবে বলটা তার ব্যাটে যাওয়ার আগেই ছুঁয়ে গেছে প্যাড। বাংলাদেশের জোরালো আবেদনে সাড়া দেন আম্পায়ার। 

পাকিস্তান ওপেনার সেটা রিভিউয়ের কথা ভেবে জানিয়েছিলেন সিদ্ধান্ত। কিন্তু সেই ভাবনাতেই তিনি রিভিউর ১৫ সেকেন্ড শেষ করে ফেলেছিলেন। তাতে আর সিদ্ধান্তটাকে চ্যালেঞ্জ জানানো হয়নি তার।

নতুন ব্যাটার আজহার আলীকে এর ঠিক পরের বলটা তাইজুল করেছিলেন লেগ স্টাম্পে। সামনে ঝুঁকে ডিফেন্ড করতে চেয়েছিলেন আজহার। কিন্তু বলের লাইন মিস করে গেছেন। বলটা তার ব্যাটের বাইরের কোণা এড়িয়ে গিয়ে সরাসরি আঘাত হানে প্যাডে। বাংলাদেশের আবেদনে শুরুতে সাড়া দেননি আম্পায়ার। তবে রিভিউতে সফলতা ধরা দেয় টাইগারদের হাতে।

এনইউ