বাংলাদেশের ‘বাজে বল’ কাজে লাগিয়ে রান তুলছে পাকিস্তান
চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন শেষে সুবিধাজনক অবস্থানে রয়েছে পাকিস্তান। বাংলাদেশকে ৩৩০ রানে অলআউট করে স্কোরবোর্ডে ১৪৫ রান তুলে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে সফরকারীরা। প্রথম ইনিংসে এখনো ১৮৫ রানে পিছিয়ে থাকলেও কোন উইকেট হারায়নি। হাতে গোটা ১০ উইকেট। পাক্কা দুই সেশন স্বাগতিক বোলারদের কোন সুযোগই তৈরি করতে দেননি পাকিস্তানের দুই ওপেনার আবিদ আলী ও আব্দুল্লাহ শফিক।
দ্বিতীয় দিনের শেষে অভিষিক্ত শফিক অপরাজিত আছেন ৫২ রানে। সেঞ্চুরি অপেক্ষায় থাকা আবিদের সংগ্রহ ৯৩ রান। দুই ব্যাটসম্যানই ব্যাটিং করছেন ‘আসল’ টেস্ট মেজাজে। তাদের ব্যাটিংয়ের ধরণ ব্যাখ্যা করতে গিয়ে আবিদ জানালেন, বাংলাদেশি বোলারদের বাজে বলগুলোকেই লক্ষ্য বানাচ্ছেন তারা।
বিজ্ঞাপন
আবিদ বললেন, ‘অভিষিক্ত ক্রিকেটাররা সবসময় চাপ অনুভব করে। কিন্তু আমি তাকে (আব্দুল্লাহ শফিক) চিন্তা করতে নিষেধ করেছি। তাকে বলেছি যে আমরা অপেক্ষা করব এবং বাজে বল পেলে সেটা কাজে লাগাব। এটা নতুন দিন ছিল, নতুন লক্ষ্য ছিল। আমরা কেবল বাজে বল কাজে লাগানোর দিকে তাকিয়েছিলাম।’
সঙ্গে যোগ করেন আবিদ, ‘বল কিছুটা নিচু হওয়া শুরু করেছিল, কিছুটা স্পিনও ধরছিল। কিন্তু আমরা ইতিবাচকই ছিলাম। আমাদের লক্ষ্যই ছিল ইতিবাচক মানসিকতা নিয়ে খেলা। আমরা বাজে বল কাজে লাগাতে পেরেছি সফলভাবে।’
দ্বিতীয় দিন শেষে ১৮৫ রানে পিছিয়ে আছে পাকিস্তান। রোববার ম্যাচের তৃতীয় দিন সফরকারীদের লক্ষ্য ৩৩০ রান পার করা।
আবিদের ব্যাখ্যা, ‘যেহেতু বল পুরোনো হয়েছে অন্ধকার নামার সাথে সাথে তখন বল স্পিন করছিলো, গ্রিপ হচ্ছিলো এবং যতকরম চ্যালেঞ্জ হয় সবই হচ্ছিলো। আমরা উইকেটে টিকে থাকতে চেয়েছি এবং আমাদের প্রথম লক্ষ্য অবশ্যই ৩৩০ করা। এরপর আমরা বড় লিডে নজর দিব যেন আমাদের বোলারদের জন্য সহায়ক হয়।’
টিআইএস/এমএইচ