বাংলাদেশ ক্রিকেট সমর্থকদের কাছে ‘খল’ চরিত্র বনে গেছেন রাসেল ডমিঙ্গো। বর্তমানে বাংলাদেশ দলের যে দীনতা, এজন্য অনেকেই প্রোটিয়া এই কোচ কাঠগড়ায় তুলছেন। বাইরে সমালোচিত ডমিঙ্গো ঘরের কাজটা ঠিকই করে চলেছেন। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের আগে বাংলাদেশ দলকে অনুপ্রাণিত করার জন্য অতীতের সুখস্মৃতি সামনে এনেছেন ডমিঙ্গো।

চট্টগ্রামে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনের পর বাংলাদেশ দলের ব্যাটিং পরামর্শক অ্যাশওয়েল প্রিন্স বলেন, ‘আমরা সর্বশেষ টেস্ট (জিম্বাবুয়ের বিপক্ষে) খেলেছি কয়েক মাস আগে। এই (চট্টগ্রাম টেস্ট) ম্যাচ শুরুর দিন কয়েক আগে কোচ সবাইকে মনে করিয়ে দিয়েছে এ বছর আমরা যে ৪০০ বা ৫০০ রানের স্কোর করেছি সেসব। ওসব ম্যাচে ভিন্ন ভিন্ন কেউ ছিল যারা অবদান রেখেছে যেমন শান্ত, লিটন, মুশফিক।’

চট্টগ্রাম টেস্টের প্রথম দিন দ্রুত ৪ উইকেট হারিয়ে বিপদে পড়লেও লিটন দাস আর মুশফিকুর রহিমের ব্যাটে ভালো অবস্থানে থেকে দিন শেষ করেছে স্বাগতিকরা। ৪ উইকেট হারানো বাংলাদেশ দলের সংগ্রহ ২৫৩ রান। এভাবে ব্যাট করতে থাকলে কোথায় গিয়ে থামবে টাইগারদের প্রথম ইনিংস?

অধিনায়কের সিদ্ধান্ত জানিয়ে রাসেল বললেন, ‘পিচ ব্যাটিংয়ের জন্য খুবই ভালো। ৪০০ নাকি ৫০০ যথেষ্ট? কেউ জানে না। আমাদের শুধু ব্যাটিং করে যেতে হবে যতক্ষণ অধিনায়ক অনুভব না করে ঘোষণার জন্য যথেষ্ট হয়েছে।’ 

টিআইএস/এনইউ