টেস্টে এমন দিন শেষ কবে কাটিয়েছে বাংলাদেশ সেটি পরিসংখ্যান ঘেঁটে বের করতে হবে। চট্টগ্রাম টেস্টের প্রথম দিনের প্রথম সেশনে দলীয় রান পঞ্চাশ ছোঁয়ার আগে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে স্বাগতিকরা। পাকিস্তানি বোলারদের তাণ্ডব থেকে দলকে টেনে তোলেন মুশফিকুর রহিম ও লিটন দাস। তাদের অনবদ্য ব্যাটিংয়ে প্রথম দিনে আর কোনো উইকেট না হারিয়ে স্কোর বোর্ডে ২৫৩ রান তুলে দিনের খেলা শেষ করে টাইগাররা।

প্রথম দিনের খেলা শেষে লিটন-মুশফিককে প্রশংসার বন্যায় ভাসান পাকিস্তানি পেসার হাসান আলী। তিনি বলেন, ‘আমাদের পরিকল্পনা ছিল যদি আগে বোলিং করতে হয় তাহলে শুরু থেকেই উইকেট নেওয়ার চেষ্টা করব। আমরা এই পরিকল্পনায় সফলও ছিলাম। তবে আমাদের অবশ্যই প্রশংসা করতে হবে, যেভাবে মুশফিক ও লিটন ব্যাটিং করেছেন।’

হাসানের মনে হচ্ছে, পাকিস্তানের হাত থেকে ম্যাচটা বের করে নিয়েছেন মুশফিক ও লিটন, ‘তারা দুজন আমাদের হাত থেকে ম্যাচটা নিয়ে গেছে। আমার মতে, দুজনই দারুণ ইনিংস খেলেছে। প্রথম সেশনের পর বল ব্যাটে আসা শুরু হয়। আমরা ব্রেক থ্রু নিতে পারিনি। তবে টেস্ট ক্রিকেট এমনই। আমরা (দ্বিতীয় দিন) সকালে শুরুতেই উইকেট নেওয়ার চেষ্টা করব।’

ঠান্ডা মাথার ব্যাটিংয়ে উইলোবাজি করেছেন লিটন। তুলে নিয়েছেন ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি। দিনশেষে অপরাজিত আছেন ১১৩ রানে। সেঞ্চুরির অপেক্ষায় থাকা মুশফিক দ্বিতীয় দিন ব্যাটিং শুরু করবেন ৮২ রান নিয়ে।

হাসান আলী জানালেন, দ্বিতীয় দিনের শুরুতে এই দুই ব্যাটসম্যানকে ফেরানোর লক্ষ্য আছে তাদের। দলীয় সংগ্রহ ৩৫০ হওয়ার আগেই আটকাতে চান বাংলাশেকে। বলেন, ‘আমি মনে করি তারা ভালো অবস্থানে আছে। দিন শেষে আড়াইশ রান করে ফেলেছে। দুজন সেট ব্যাটসম্যান যেভাবে খেলছে, আমরা যদি তাদের ৩৫০ রানে আটকে ফেলতে পারি, তাহলে সেটা দুর্দান্ত হবে। এরপর পিচ যেমন এবং আমাদের ব্যাটসম্যানরা ফর্মে আছে, ইনশাআল্লাহ্‌ আমরাও বড় স্কোর করব।’

উইকেটের চরিত্র প্রসঙ্গে হাসানের ব্যাখ্যা, ‘দেখুন পিচটা স্লো। আমরা সবাই জানি এখানে স্লো পিচ হয়। আমাদের ঠিক জায়গায় বোলিং করতে হবে। চেষ্টা করব ঠিক জায়গায় বোলিং করতে, যাতে ব্যাটসম্যানরা ভুল করে এবং আমাদের উইকেট নেওয়ার বেশি সুযোগ আসে।’

টিআইএস/এনইউ/জেএস