ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি লিটনের
সীমিত ওভারের ক্রিকেটে ফর্মটা কথা বলছে না পক্ষে। তবে লিটন দাস টেস্ট আঙিনায় সোনায় মোড়ানো একটা বছরই যেন কাটাচ্ছেন। তবে সেঞ্চুরিটা যেন ধরা দিচ্ছিল না কিছুতেই। সেই আক্ষেপটাই পাকিস্তানের বিপক্ষে ঘোচালেন আজ। তুলে নিলেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি।
টেস্টে এর আগে লিটনের সর্বোচ্চ ছিল ৯৫, জিম্বাবুয়ের বিপক্ষে। শ্রীলঙ্কার বিপক্ষে আছে ৯৪ রানের এক ইনিংস। দুটোই কাটা পড়েছে নড়বড়ে নব্বইয়ের খড়গে। সেটা হয়তো মগজে খেলে যাচ্ছিল, তাই পুরো ইনিংসে বেশ সাবলীল লিটন নব্বইয়ের ঘরে এসে আরেকটু সাবধানী হয়ে গেলেন যেন।
বিজ্ঞাপন
সেঞ্চুরি পাওয়ার বলে অবশ্য একটু তাড়াহুড়োও ছিল। অফস্টাম্পের একটু বাইরে ফুলার লেন্থের বলটা মিড অফে ঠেলে দিয়েই ছুটলেন পড়িমরি করে। ফিল্ডার শাহিন শাহ আফ্রিদির থ্রোটা একটু এদিক ওদিক হলেই আরও একটা নড়বড়ে নব্বইয়ের খড়গে কাটা পড়তে হতো লিটনকে। তবে সেটা হয়নি, তাই প্রথম টেস্ট সেঞ্চুরিটাও ধরা দেয় তার হাতে।
প্রতিবেদন লেখার আগ পর্যন্ত লিটন অপরাজিত আছেন ১০০ রানে। অপর প্রান্তে মুশফিকুর রহিমও তাকে সঙ্গ দিচ্ছেন দারুণভাবে। অপরাজিত আছেন ৭৭ রানে। দুজনের জুটিও গড়ে ফেলেছে ছোট্ট একটা রেকর্ড। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পঞ্চম উইকেট জুটিতে তাদের করা ১৮৬-ই (এখন পর্যন্ত) যে সর্বোচ্চ। আর তাতে বাংলাদেশের সংগ্রহটা দাঁড়িয়েছে ৪ উইকেট হারিয়ে ২৩৫ রানে।
এনইউ