দীর্ঘদিন ধরে জাতীয় দলের সঙ্গে আছেন ইয়াসির আলী রাব্বি। তবে ভাগ্য সহায় হচ্ছিল না। অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ, ঘরের মাঠ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিষেক হলো এই তরুণের। রাব্বির অভিষেক হলেও অপেক্ষা বড়ল মাহমুদুল হাসান জয়ের।

২০১৯ সাল থেকে বাংলাদেশ দলের সঙ্গে আছেন রাব্বি। সুযোগ পেয়েছেন তিন ফরম্যাটের মূল স্কোয়াডে। তবে কোন এক অজানা কারণে বারবারই উপেক্ষিত হতে হচ্ছিল এই ডানহাতি ব্যাটসম্যানকে। ছিলেন পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি স্কোয়াডে। সেখানেও জায়গা হয়নি মূল একাদশ। পাকিস্তানের বিপক্ষে ২ ম্যাচ টেস্টের প্রথম ম্যাচের ঘোষিত দলে জায়গা হয়। এবার অভিষেক হয়ে গেল।

চট্টগ্রামের ছেলে রাব্বির সাগরিকার পাড় ঘেষে থাকা জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলেই বড় হয়েছে। সে মাঠেই অভিষেক ক্যাপ মাথায় তুললেন তিনি।

রাব্বির অভিষেকে দিনে অপেক্ষায় থাকতে হলো প্রথমবারের মতো জাতীয় দলে ডাক অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য মাহমুদুল হাসান জয়কে।

ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দল। বাংলাদেশের মতো পাকিস্তান দলেও অভিষেক হয়েছে একজনের। সুযোগ পেয়েছেন ডানহাতি ব্যাটসম্যান আব্দুল্লাহ শফিক।

বাংলাদেশ একাদশ: মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন চৌধুরী, আবু জায়েদ রাহী ও ইয়াসির আলি রাব্বি।

পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, আব্দুল্লাহ শফিক, আবীদ আলী, আজহার আলী, ফাহিম আশরাফ, ফওয়াদ আলম, হাসান আলী, নোমান আলী, সাজিদ খান ও শাহীন শাহ আফ্রিদি।

টিআইএস/এমএইচ