বাংলাদেশের ক্রিকেটারদের নয়, বাবরদের ভয় কন্ডিশন
টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দলকে ৩-০ ব্যবধানে হারানো পাকিস্তান দল টেস্ট সিরিজের আগে বেশ আত্মবিশ্বাসী। মাঠের লড়াইয়ে স্বাগতিকদের একেবারেই তোয়াক্কা করছেন না বাবর আজমরা। মুমিনুল হকদের বিপক্ষে চ্যাম্পিয়নশিপে দুই ম্যাচ জিতবে ধরে নিয়ে এগিয়ে যাচ্ছে সফরকারীরা। শঙ্কা বা ভয় যেটুকু আছে, পুরোটাই কন্ডিশন ঘিরে।
২৬ নভেম্বর চট্টগ্রামে শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ। এর আগে আজ (বৃহস্পতিবার) সংবাদ সম্মেলনে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম বললেন, ‘কন্ডিশন এখানে কিছুটা কঠিন। তবে আমাদের যে ব্যাটিং লাইনআপ, তা অভিজ্ঞ ও স্পিনারদের বেশ ভালো খেলে। আগেও দেখেছি, বেশ ভালো ভালো স্পিনারদের বিপক্ষে রান করেছে। আমি বলতে পারি, এখানেও ওরা ভালো করবে ও দলকে জেতাবে।’
বিজ্ঞাপন
সঙ্গে যোগ করেন বাবর, ‘কন্ডিশনই তাই মূল পার্থক্য আমার মতে। এছাড়া খুব একটা কিছু আর নেই। টেস্ট ম্যাচে ধৈর্য রাখতে হবে। যতটা ধৈর্য আমরা ধরতে পারব, ধীরস্থির রাখতে পারব নিজেদের, সিদ্ধান্ত ঠিকঠাক নিতে পারব, তা পারলে ফল আমাদের পক্ষে আসবে।’
টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার আগে গত ১৩ নভেম্বর বাংলাদেশে আসে পাকিস্তান দল। যদিও ২০ সদস্যের টেস্ট দলের ১৪ জনই এসেছেন ২১ নভেম্বর। বাবরের শঙ্কাটা সেখানেই। তবে বিশ্বকাপের সেমিফাইনাল বাদ দিলে মাঠে পারফরম্যান্সে যেমন অপ্রতিরোধ্য পাকিস্তান, প্রতিপক্ষকে তোয়াক্কা না করা তো তাদেরই মানায়। বাবর আজমদের এমন কথার উত্তর দিতে গেলে সেটি মাঠেই দিতে হবে মুমিনুল হকের দলের।
টিআইএস/এমএইচ/এটি