পাকিস্তান জাতীয় ক্রিকেট দল বাংলাদেশ সফরে আসার পর থেকেই আলোচনা দানা বেধেছে, পরে তো বিষয়টি শুধু আর আলোচনাতেই সীমাবদ্ধ নেই। এর শুরুটা হয় পাকিস্তান দলের মিরপুরে অনুশীলনে নামার প্রথম দিন থেকেই। বাংলাদেশে কেন পাকিস্তানের পতাকা পুঁতেছে সফরকারী দল, সে নিয়ে জলঘোলা হয়েছে ঢের।

অনুশীলনের আলোচনার পর টি-টোয়েন্টি সিরিজের শুরুর দুই ম্যাচে দেখা গেছে ভিন্ন চিত্র। গ্যালারিতে বাংলাদেশের পতাকা যেমন উড়েছে, তেমনি সমান তালে পাল্লা দিয়েছে পাকিস্তানি পতাকাও। এরপর প্রশ্ন উঠে, ভিন দেশে এত সমর্থক কোথা থেকে আসল বাবর আজমের দলের? 

পরে বিভিন্ন সংবাদমাধ্যমে দেখা যায়, বাংলাদেশিদের অনেকেই সমর্থন করছেন পাকিস্তানের। সফরকারী দলের জার্সি গায়ে চাপানোর পাশাপাশি উড়াচ্ছেন পতাকা। ফখর-রিজওয়ানের নামে মুখরিত শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। এই ঘটনা ভালোভাবে নেয়নি অনেকেই। তাদের মধ্যে অন্যতম ‘পাকিস্তানি দালাল রুখবে তারুণ্য’ নামের একটি সংগঠন।

আজ সোমবার মিরপুর স্টেডিয়ামে বাংলাদেশ বনাম পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে বাংলাদেশি নাগরিকদের পাকিস্তানি জার্সি পরে মাঠে আসতে দিচ্ছে না তারা। পাকিস্তানী দালাল রুখবে তারুণ্য- এই ব্যানারে সমর্থকরা আজ সকাল থেকেই মিরপুর স্টেডিয়াম এলাকায় মাবনবন্ধন ও মিছিল করছে। 

সংগঠনটির মুখপাত্র বলেন, পাকিস্তান দলের বাংলাদেশ সফর শেষ না হওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত রাখবেন তারা।

টিআইএস/এমএইচ/এটি