কেন ক্যাচ মিস হচ্ছে, বুঝতে পারছেন না রিয়াদও
বিশ্বকাপ থেকে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ। হারের সঙ্গে বাংলাদেশের সঙ্গী ক্যাচ মিস। চলমান সিরিজের দ্বিতীয় ম্যাচেও যেন চলছে তারই মহড়া। একের পর এক ক্যাচ ছেড়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা।
এর মধ্যে অনেকগুলোকে বলা যায় ‘লোপ্পা’ অর্থাৎ খুবই সহজ ক্যাচ। কিন্তু বারবার কেন হাত ফসকে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেটারদের? বুঝতে পারছেন না টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তিনি বলছেন, অনুশীলনে ক্যাচ ধরায় অনেক পরিশ্রম করছেন ক্রিকেটাররা।
বিজ্ঞাপন
ম্যাচশেষে রিয়াদ বলেন, ‘আমিও আসলে জানি না। অনুশীলনের সময় ছেলেরা অনেক পরিশ্রম করছে। নিয়মিত ক্যাচ অনুশীলন করছে। অনুশীলনে সবকিছু ঠিকঠাক করছে। দুর্ভাগ্যজনকভাবে খেলায় আমরা সুযোগ হাতছাড়া করছি।’
ম্যাচ হারের কারণ জানিয়ে তিনি বলেন, ‘আমরা আজ ভালো শুরু করেছিলাম। আফিফ ও শান্ত ভালো ব্যাট করেছে। আমি ও শান্ত জুটি গড়ার চেষ্টা করছিলাম। শেষ কিছু ওভার কাজে লাগাতে পারিনি। ১৫-১৬তম ওভার পর্যন্ত একজন সেট ব্যাটার প্রয়োজন। তাহলে আমরা শেষ কিছু ওভারে চেষ্টা চালাতে পারি। কিন্তু আজ এটা করতে পারিনি।’
রিয়াদ আরও বলেন, ‘গত ৫-৬ মাস ধরে বোলিং ইউনিট দুর্দান্ত- হোক স্পিন বা পেস বিভাগ। নিয়মিত ভালো করছে। আবারও বলতে হচ্ছে- দলকে সাফল্য এনে দিতে হলে ব্যাটিং ইউনিটকেই জ্বলে উঠতে হবে।’
এমএইচ