ছয় বছরের আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তান জাতীয় দলের হয়ে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান। ক্যারিয়ারের শুরুর দিকে সরফরাজ আহমেদের ছায়া হয়ে ছিলেন তিনি। সরফরাজের অফ ফর্ম কাজে লাগিয়ে বাজিমাত করেছেন। নিজেকে তুলেছেন অনন্য এক উচ্চতায়। টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে এক পঞ্জিকাবর্ষে স্পর্শ করেছেন ১ হাজার রানের মাইলফলক।

দুই বছর ধরে পাকিস্তান দলে নিয়মিত রিজওয়ান। টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে তার অবস্থান এখন ৬ নম্বরে। রাতারাতি এমন সাফল্য মেলেনি। এ যাত্রায় সঙ্গে পেয়েছেন সাবেক কয়েকজন ক্রিকেটারকে। যাদের টোটকায় বদলে গেছে রিজওয়ানের ক্যারিয়ার। এজন্য সাবেক বা অভিজ্ঞদের অভিজ্ঞতার মূল্য ভালোভাবেই বুঝতে পেরেছেন তিনি। দিয়েছেন তার ব্যাখ্যা। 

বাংলাদেশে খেলতে এসে এক ভিডিও বার্তায় রিজওয়ান বললেন, ‘এই পর্যায়ে এসে কেউ আপনাকে শেখাতে পারবে না কীভাবে ব্যাট ধরতে হবে বা কীভাবে ব্যাটিংয়ে বড় কোনো পরিবর্তন আনা যাবে। তারা এখন আপনাকে কোনো ক্লু দিতে পারে। আগে আমাকে ইউনুস খান ভাই দুই-তিনটি পরামর্শ দিয়েছিলেন, যা আমাকে এগিয়ে যেতে সাহায্য করেছে। ইউনুস ভাইর পরামর্শ এখনো আমি অনুসরণ করছি।’

বিশ্বকাপে ব্যাটিং পরামর্শক হিসেবে অস্ট্রেলিয়ান কিংবদন্তি ম্যাথু হেইডেনকে পেয়েছিলেন রিজওয়ান। প্রশংসায় ভাসালেন তাকেও, ‘হেইডেনও কিছু বলেছে যা শুধু আমাকেই না, যেকোনো পাকিস্তানি ব্যাটসম্যানকে সহায়তা করতে পারে। একটা সময় আসে যখন সাবেকরা তাদের অভিজ্ঞতা ভাগাভাগি করেন। আপনি এখান থেকে এক-দুটি পরামর্শ কাজে লাগাতে পারলেই অনেক উপকার পাবেন।’

৩ ম্যাচ টি-টোয়েন্টি ও ২ ম্যাচ টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল এখন ঢাকায়। আগামী ১৯ নভেম্বর মাঠে গড়াবে প্রথম টি-টোয়েন্টি। ইতোমধ্যে দল অনুশীলন শুরু করলেও প্রথম দিন বিশ্রামে ছিলেন রিজওয়ান। আগামীকাল (মঙ্গলবার) তার অনুশীলনে ফেরার কথা, জানিয়েছেন নিজেই।

টিআইএস/এইচকে