প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের আসন্ন মৌসুমের সূচি রয়েছে আগামী মার্চ মাসে। তার আগে দল গোছানো প্রায় শেষ করে ফেলেছে ক্লাবগুলো। আসন্ন ডিপিএলের জন্য বেশ শক্ত স্কোয়াড তৈরি করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। সাকিব আল হাসানের পর মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, তাসকিন আহমেদদের দলে ভিড়িয়েছে।

এবার মোহামেডানের চমক হতে পারেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। সাদা-কালো শিবির চাইছে, বিদেশি কোটায় বাবরকে খেলাতে। এজন্য বাবরের সঙ্গে আলোচনাও শুরু করেছে মোহামেডান।

ঢাকা পোস্টকে মোহামেডানের ক্রিকেট কমিটির প্রধান মাসুদুজ্জামান বললেন, ‘বাবর আজমের সঙ্গে আমাদের আলাপ-আলোচনা চলছে। এখন পর্যন্ত কোনোকিছু চূড়ান্ত হয়নি, তবে আলোচনা চালিয়ে যাচ্ছি। ওই সময়ে যদি ওদের জাতীয় দলের কোনো খেলা না থাকে তাহলে আসতে পারে। দেখা যাক কী হয়।’

গত আসরে হাতে বেশি সময় না থাকায় ডিপিএল হয়েছিল টি-টোয়েন্টি ফরম্যাটে। তবে আসন্ন মৌসুম দিয়ে আবার ওয়ানডেতে ফিরতে পারে ঘরোয়া ক্রিকেটের এই প্রতিযোগিতামূলক আসর। তবে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) এখনো নিশ্চিত করতে পারেনি, এবার কতজন বিদেশি দলে রাখতে পারবে ক্লাবগুলো।

এবার মোহামেডানের হয়ে খেলবেন যারা

পারভেজ হোসেন ইমন, আব্দুল মজিদ, রনি তালুকদার, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, শুভাগত হোম, সোহরাওয়ার্দি শুভ, নাজমুল ইসলাম অপু, রুবেল মিয়া, সাগর (উইকেটরক্ষক), আবু জায়েদ চৌধুরী রাহি, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, ইয়াসিন আরাফাত মিশু, শাকিল (উইকেটরক্ষক), এনামুল, সালাউদ্দিন শাকিল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আরিফুল ইসলাম (অনূর্ধ্ব-১৯ মিডল অর্ডার ব্যাটসম্যান), ইমন (অনুর্ধ্ব-১৯ লেগ স্পিনার)।

টিআইএস