‘লজ্জিত’ উইলিয়ামসন কৃতিত্ব দিচ্ছেন অস্ট্রেলিয়াকে
টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত খেলে এসেছে নিউজিল্যান্ড। সেমিফাইনালেও হারিয়েছে শক্তিশালী ইংল্যান্ডকে। ফাইনালেও তাই আশা ছিল তাদের নিয়ে, নিজেদের কাজটা ঠিকঠাক করে এবার হয়তো রঙিন পোশাকেও শিরোপা জিতবেন কেন উইলিয়ামসনরা।
কিন্তু তারা পারেননি সেটি। অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে কিউইদের। ম্যাচশেষে দলটির অধিনায়ক কেন উইলিয়ামসন বলছেন, নিজেদের কাজটা ঠিকমতো করতে না পারা লজ্জার। তবে কৃতিত্ব দিচ্ছেন প্রতিপক্ষকেও।
বিজ্ঞাপন
তিনি বলেছেন, ‘আজ হয়নি, কিন্তু আমরা যেভাবে খেলেছি টুর্নামেন্টে, তার জন্য গর্বিত। ছেলেরা দায়বদ্ধ ছিল আমরা যা কিছু করতে চেয়েছি তার প্রতি। এখানে অনেকের হৃদয় ভেঙেছে, জয়ী দলে থাকা সবসময় সুন্দর। কিন্তু অস্ট্রেলিয়াকে কৃতিত্ব দিতে চাই। কিছু বড় আশা, ভালো ক্রিকেট হয়েছে। তাই আমরা ভেবেছি খেলায় দুটি ফলই সম্ভব। নিজেদের কাজটা ঠিকমতো করতে পারিনি আমরা, এটা লজ্জার।’
আগে ব্যাট করে দেওয়া লক্ষ্য কি কম হয়ে গেছে? উইলিয়ামসন বলছেন, ‘আমরা ভালো একটা জায়গায় যেতে চেয়েছি, উইকেট ভাঙা ছিল। কিছু ভালো জুটি হয়েছে। যে লক্ষ্য দিয়েছিলাম, আমাদের মনে হয়েছে লড়াই করার মতো। এটা দারুণভাবে তাড়া করতে হতো। অস্ট্রেলিয়া দুর্দান্ত দল, তারা এটা করে ফেলেছে।’
তিনি আরও বলেন, ‘ভালো সংগ্রহ গড়েছেন কি না, এটা কখনোই বুঝতে পারবেন না। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি ভালো সংগ্রহ করতে। অনেক দূর যেতে পারিনি। অস্ট্রেলিয়ার কৃতিত্ব তারা যেভাবে রানটা তাড়া করেছে, আমাদের কোনো সুযোগ দেয়নি।’
এমএইচ/এনইউ