শ্বশুর আফ্রিদির চোখে পাকিস্তানের ‘ভিলেন’ জামাই আফ্রিদিই
তখনো পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে খেলার আশাটা টিকে ছিল ভালোভাবেই। দুই ওভারে অস্ট্রেলিয়ার দরকার ছিল ২২ রান। সেটা কি না শাহিন শাহ আফ্রিদি দিলেন এক ওভারেই! সে ওভারে হাসান আলির এক ক্যাচ মিসের ‘অপরাধে’ ঢাকাই পড়ে গেছে সে বিষয়টা। তবে শাহিনের হবু শ্বশুর শহিদ আফ্রিদির চোখ এড়ায়নি সেটা। বরং তার চোখে পাকিস্তানের বিদায়ের পেছনে বড় দায়টা তার হবু জামাই শাহিনেরই।
আফ্রিদির মেয়ে আকসার সঙ্গে বিয়ে ঠিক হয়ে আছে শাহিনের। তবে তাই বলে সমালোচনা থেকে তাকে রেহাই দিলেন না শহিদ আফ্রিদি। বিশ্বকাপ থেকে পাকিস্তানের বিদায়ের পরে পাক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আফ্রিদি বলেন, ‘আমি শাহিনের বলে খুশি নই। হাসান আলি ক্যাচ ছেড়েছে। তবে তার মানে এই নয় পরের তিন বলে তুমি তিনটি ছক্কা হজম করবে।’
বিজ্ঞাপন
আফ্রিদির মতে শাহিন আরেকটু বুদ্ধিদীপ্ত বোলিং করলেই কাজ হয়ে যেত পাকিস্তানের। ১২ বছর পর আবার চলে যেত ফাইনালের মঞ্চে। কিন্তু শাহিন মাথাই খাটাননি বলে অভিযোগ করলেন সাবেক পাকিস্তান অধিনায়ক, ‘শাহিনের এত গতি রয়েছে। ওর উচিত ছিল বুদ্ধি করে বল করা। অফ স্টাম্পের বাইরে ইয়র্কার বল করতে হত। ওর মতো বোলারের কাছে এটা আশা করা যায় না। মাথাটাই খাটাল না।’
এর আগ পর্যন্ত বিশ্বকাপে দারুণ পারফর্মই করেছেন শাহিন। তার প্রশংসাও ঠিকই ঝরে পড়েছে হবু শ্বশুর আফ্রিদির গলায়। তিনি আশাবাদও জানালেন, এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে শাহিন হয়ে উঠবেন পাকিস্তান ক্রিকেটের ভবিষ্যৎ মহীরুহ।
আফ্রিদির ভাষ্য, ‘পুরো টুর্নামেন্টে শাহিন দারুণ বল করেছে। আমি শুধু ওয়াসিম আকরাম বা মোহাম্মদ আমিরকে এমন বল করতে দেখেছি। আমি আশা করি এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আগামী দিনে শাহিন আরও ভাল বোলার হয়ে উঠবে।’
এনইউ