পুরো ম্যাচজুড়েই আধিপত্য ছিল পাকিস্তানের। গ্লেন ম্যাক্সওয়েল ও ডেভিড ওয়ার্নারের বিদায়ের পর তো ম্যাচটা অস্ট্রেলিয়ার জন্য হয়ে পড়েছিল আরও কঠিন। কিন্তু কে জানতো আজকের দিনটা ছিল ম্যাথু ওয়েড ও মার্কোস স্টয়নিসের। 

এই দুই জনের কল্যাণে ৬ বল হাতে রেখেই ৫ উইকেটের দারুণ জয় পেয়েছে অস্ট্রেলিয়া। উঠে গেছে বিশ্বকাপের ফাইনালে। যেখানে তাদের জন্য অপেক্ষায় রয়েছে নিউজিল্যান্ড। ম্যাচশেষে অজিদের অধিনায়ক অ্যারন ফিঞ্চ প্রশংসায় ভাসিয়েছেন স্টয়নিস ও ওয়েডকে। 

তিনি বলেছেন, ‘এটা ছিল দারুণ একটা ক্রিকেট ম্যাচ। যেভাবে ওয়েড তার নার্ভ ধরে রেখেছে, অসাধারণ। স্টয়নিসের সঙ্গে তার জুটিটা গুরুত্বপূর্ণ ছিল। এমনটা হয়ে যায়, টি-টোয়েন্টিতে আপনি কিছু ভালো পাবেনই এখন বা পরে।’

ম্যাচ জিততে দলের সবার অবদান দরকার, সেটিই আজ প্রমাণ হয়েছে বলে মনে করেন ফিঞ্চ, ‘আমার মনে হয় আমরা আজকে কিছুটা অন্য রকম ছিলাম। কয়েকটি ক্যাচ ফেলেছি, যদিও কঠিনও ছিল সেগুলো। কিন্তু আজকে আমরা যেটা দেখিয়েছি, আপনার ১৫ জন খেলোয়াড়কেই পারফর্ম করতে হবে।’

তিনি আরও বলেন, ‘বেশির ভাগ দলই রান তাড়া করে জিতে যাচ্ছে, এটা একটু অদ্ভূত। কোনো শিশিরও ছিল না, কিন্তু আলো প্রভাব রেখেছে উইকেটও কিছুটা গতিশীল হয়েছে। আমি টসটা হেরে আগে ব্যাট করে সেটা ডিফেন্ড করব ভেবেছি। কিন্তু দিনশেষে এটা খুব ভালো রান তাড়া হয়েছে।’

এমএইচ