হৃদয়দের আফ্রিদিকে খেলার টোটকা দিচ্ছেন তামিম
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শেষ করেই বাংলাদেশে আসবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। টাইগারদের বিপক্ষে ২টি টেস্ট ম্যাচের আগে ৩ ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে সফরকারীরা। এই সিরিজের জন্য বাংলাদেশ দল এখনো ঘোষণা না হলেও বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার ডাক পাওয়ার কথা শোনা যাচ্ছে। যেখানে ইয়াসির আলী রাব্বি, নাজমুল হোসেন শান্তদের সঙ্গে আছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য পারভেজ হোসেন ইমন ও তৌহিদ হৃদয়।
পাকিস্তান সিরিজকে সামনে রেখে মিরপুরে অনুশীলন করছেন ক্রিকেটাররা। সেখানে ঐচ্ছিক অনুশীলন করছেন তামিম ইকবাল। অনুশীলনের ফাকে তামিমের সঙ্গে আলোচনা করছেন তরুণ ক্রিকেটাররা। তৌহিদ হৃদয়দের তামিম টোটকা দিয়েছেন, পাকিস্তানি বিধ্বংসী পেসার শাহিন শাহ আফ্রিদিকে কিভাবে সামলাতে হয়।
বিজ্ঞাপন
আজ (মঙ্গলবার) মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে হৃদয় বললেন, ‘তামিম ভাই সবসময় প্রেরণা দেয়। সবসময় ভালো ভালো কথা শুনি। কিভাবে আরও ভালো করব, পরের ধাপগুলোতে কী কী মোকাবেলা করা লাগতে পারে। তামিম ভাই শাহীন শাহ আফ্রিদি সম্পর্কে বলছিলেন; প্রথম ছয় বলের ভেতরে ইয়র্কার মারবে।’
সঙ্গে যোগ করেন হৃদয়, ‘এসব ছোট ছোট তথ্য আগে থেকে পেলে মাঠে গিয়ে খেলা সহজ হয়। সিনিয়র খেলোয়াড়দের কাছ থেকে যখন এরকম কিছু পাই, অবশ্যই প্রেরণা পাই।’
টিআইএস