অবশেষে অবসান হলো একটা অধ্যায়ের। ভারতের টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়লেন বিরাট কোহলি। আগেই ঘোষণা দিয়েছিলেন, চলতি বিশ্বকাপের পরই ছেড়ে দেবেন এই ফরম্যাটের নেতৃত্ব। সোমবার এই টুর্নামেন্টে নামিবিয়ার বিপক্ষে নিজেদের শেষ ম্যাচটি খেলে ফেলেছে ভারত।

এই ম্যাচটিই টি-টোয়েন্টিতে অধিনায়ক কোহলির শেষ ম্যাচ ছিল। ম্যাচের পর সংবাদ সম্মেলনে এসেছিলেন তিনি। সেখানেই জানিয়েছেন, নেতৃত্ব ছাড়লেও স্বভাবসুলভ আক্রমণাত্মক মনোভাব ধরে রাখবেন বলে জানিয়েছেন কোহলি। তিনি বলেছেন, ‘আমার আক্রমণাত্মক মনোভাব কখনও বদলাবে না। যখন স্বভাবসূলভ আগ্রাসন চলে যাবে, খেলা ছেড়ে দেব।’

অধিনায়কত্ব ছাড়া নিয়ে কোহলি বলেন, ‘এটা এক ধরনের স্বস্তি। আমি আগেই বলেছি, এটা আমার কাছে অত্যন্ত সম্মানের। তবে নিজের কাজের চাপ সামলানোর করার এটাই সঠিক সময়। গত ৬-৭ বছর ধরে একটানা ক্রিকেটে নিজেকে নিংড়ে দিতে হচ্ছে। তবে যাত্রাটা দারুণ মজাদার ছিল।’

নিজের দল নিয়ে তিনি বলেন, ‘আসাধারণ সব ছেলেদের নিয়ে আমরা দল হিসেবে দারুণ পারফর্ম করেছি। আমি জানি যে, বিশ্বকাপে আমরা খুব বেশিদূর যেতে পারিনি। তবে টি-টোয়েন্টি ক্রিকেটে আমরা ভালো খেলেছি এবং একসঙ্গে খেলা উপভোগ করেছি। প্রথম দুটো ম্যাচে আমরা সাহসী হতে পারিনি। তবে ব্যর্থতার জন্য টস হারাকে দায়ী করার মতো দল আমরা নই।’

এমএইচ