১৮ বলে ফিফটি করে যে রেকর্ড ছুঁলেন শোয়েব মালিক
বয়স যে কেবল শুধুই সংখ্যা, তা তো চলতি বিশ্বকাপে দেখিয়েই চলেছেন শোয়েব। ৩৯ বছর বয়সেও ঝড় তুলছেন ২২ গজে। রোববার স্কটল্যান্ডের বিপক্ষে সেই ঝড়ই দেখা গেল। এই ম্যাচে ১৮ বলে অর্ধশত রান করে ছুঁয়ে ফেললেন কেএল রাহুলকে।
ভারতীয় ওপেনার রাহুল স্কটল্যান্ডের বিপক্ষেই ১৮ বলে অর্ধশত রান করেন, যা ছিল চলতি বিশ্বকাপে দ্রুততম অর্ধশতকের রেকর্ড। রোববারের ম্যাচে সেই রেকর্ড স্পর্শ করলেন শোয়েব মালিক। সেই সঙ্গে দখলে নিলেন পাকিস্তানি ক্রিকেটারদের মধ্যে টি-টোয়েন্টিতে দ্রুততম অর্ধশত রানের রেকর্ড।
বিজ্ঞাপন
ইনিংসের শেষ ওভারে তিনটি ছয় এবং একটি চার মারেন শোয়েব মালিক। আর এতে তিনি ১৮ বলে অপরাজিত ৫৪ রান করে ফেলেন। তার রানে ভর করেই প্রথমে ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ১৮৯ স্কোর তোলে পাকিস্তান।
টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে দ্রুততম অর্ধশতরানের মালিক এখনও পর্যন্ত ভারতের যুবরাজ সিং। ২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে ১২ বলে অর্ধশত রান করেন তিনি।
আরএইচ