টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ ২-এর গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হওয়ার প্রস্তুতি নিচ্ছে আফগানিস্তান আর নিউজিল্যান্ড। যে ম্যাচের সঙ্গে জড়িয়ে ছিল বিশ্বকাপে ভারতের বাঁচা-মরাও। সেই ম্যাচের আগে কিনা অক্রিকেটীয় কারণে মনোযোগে পড়ল ছেদ। খেলা শুরুর ঠিক আগে খবর এল, ম্যাচের পিচ কিউরেটর মোহন সিংয়ের মৃত্যু হয়েছে রহস্যজনকভাবে, লাশ মিলেছে তার রুমেই। 

মোহালির ছেলে মোহন ক্যারিয়ারের শুরুতে দশ বছর ধরে কাজ করেছেন পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনে। কোচদের সহকারীর কাজ করেছেন তখন। এরপর ২০০৪ সালে আবুধাবিতে এসে পিচ কিউরেটরের কাজ শুরু করেন। বিশ্বকাপ তো বটেই, এর আগে আইপিএল, পিএসএলের বেশ কিছু ম্যাচে কিউরেটরের দায়িত্ব পালন করেছিলেন তিনি।

আবুধাবি শেখ জায়েদ স্টেডিয়ামের পিচ বানানোর দায়িত্বে থাকা মোহনের মরদেহ আজ রোববার নিজ কক্ষে পাওয়া গেছে। তবে কী করে তার মৃত্যু হলো, তা এখনো পরিষ্কার জানা যায়নি। তবে স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারণা, আত্মহত্যা করেছেন তিনি।

তবে যে কারণেই তার মৃত্যু হোক, বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে পিচ কিউরেটরের এমন রহস্যজনক মৃত্যু চাঞ্চল্য সৃষ্টি করেছে ক্রিকেটপ্রেমীদের মনে। সেজন্যে অবশ্য ম্যাচে কোনো ব্যাঘাত ঘটেনি। নিউজিল্যান্ড আফগানিস্তান ম্যাচটা শুরু হয়েছে যথা সময়েই।

এনইউ