ভারত-পাকিস্তান মহাযুদ্ধ। এই লড়াই দেখতে উদগ্রীব থাকে পুরো ক্রিকেট বিশ্ব। চলতি বিশ্ব টি-টোয়েন্টি আসরে এরইমধ্যে একবার মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। এই ম্যাচে বিরাট কোহলির দলকে ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছেন বাবর আজমরা। এরপর নিউজিল্যান্ডের কাছেও হেরে ভারতের সেমিফাইনাল ভাগ্য এখন পেণ্ডুলামের মতো দুলছে। তবে সাবেক গতিতারকা শোয়েব আখতার চান ভারত ফাইনালে পাকিস্তানের প্রতিপক্ষ হোক।

ভারত-পাকিস্তান ম্যাচে সবসময়ই উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় সমর্থকদের। সুপার টুয়েলভে যখন মুখোমুখি হয়েছিল এই দুই দল, বাজারে ছাড়ার কয়েক ঘণ্টার মাঝেই বিক্রি হয়ে গিয়েছিল সব টিকিট। তাইতো ভারত-পাকিস্তান ফাইনাল এই বিশ্বমঞ্চকে আরও বড় করে তুলবে বলেই মনে করেন শোয়েব। তবে বিশ্বকাপ যে পাকিস্তানের হাতেই দেখতে চান তাও জানাতে ভুলেননি রাওয়ালপিন্ডি এক্সপ্রেস।

তিনি বলেন, ‘অনেকেই বলছে আফগানিস্তানকে নিউজিল্যান্ড হারিয়ে ভারতের বিদায় নিশ্চিতের কথা। কিন্তু আমি নিউজিল্যান্ডের পক্ষে বলতে পারি না। আমি শুধু চাই পাকিস্তান গ্রুপ ২ এর শীর্ষ দল হোক। বাকিটা আমাদের চিন্তার বিষয় নয়। কিন্তু যেমনটা আগেও বলেছি আমার একটা ইচ্ছা আছে। কেন ভারত-পাকিস্তান ফাইনাল নয়? এটা অবশ্যই সম্ভব।’

গ্রুপ-২ এ চার খেলায় তিন জয় নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে রয়েছে নিউজিল্যান্ড। আজকে কিউইরা আফগানিস্তান বধ করলেই বিদায় ঘণ্টা বেজে যাবে ভারতের। এ বিষয়ে শোয়েব বলেন, ‘আমার মতে ভারতের সুযোগ আছে। এখন এটা নির্ভর করে আফগানিস্তান তাদের প্রতিযোগিতায় ফিরিয়ে আনতে পারে কি না। পুরো ভারত আজ আফগানিস্তানের সমর্থনে থাকবে।’

ভারত-পাকিস্তান ফাইনালের স্বপ্ন দেখে তিনি আরও বলেন, ‘ভারত-পাকিস্তান ফাইনাল হলে তা ক্রিকেটের জন্যই ভালো হবে। এটা বিশ্বকাপকে আরও বড় করে তুলবে।’

এআইএ/এমএইচ