বিশ্বকাপ চলছে, কিন্তু বাংলাদেশের বিশ্বকাপ যাত্রাটা শেষ এখানেই। সুপার টুয়েলভের সবকটা ম্যাচেই হেরেছে। সমালোচনা হচ্ছে মাঠে শরীরী ভাষা, আর মাঠের বাইরের নানা ঘটনার জন্য। এমন এক বিশ্বকাপ দুঃস্বপ্নের নয়তো কী? 

দুঃস্বপ্নের এই বিশ্বকাপ শেষে আগামীকাল সকালেই বাংলাদেশের উদ্দেশে রওয়ানা দেবে বাংলাদেশ ক্রিকেট দল। শুক্রবার সকালে বাংলাদেশ দল দুটো ফ্লাইটে বিভক্ত হয়ে পৌঁছুবে ঢাকায়। স্থানীয় সময় সকাল সাড়ে দশটা, আর বিকেল সাড়ে চারটার দুই ফ্লাইটে দুবাই ছাড়বে দল। 

তবে এই দলের সঙ্গে অবশ্য দেশে ফিরবেন না অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। সঙ্গে মুশফিকুর রহিম, লিটন দাস, আর তাসকিন আহমেদও ফিরবেন না এই ফ্লাইটে। 

এদিকে দীর্ঘ বিশ্বকাপ মিশন শেষে রাসেল ডমিঙ্গোসহ কোচিং স্টাফরাও আসছেন না ঢাকায়। তাদের সবাই যাচ্ছেন ছুটিতে। তাদের সবাই বাংলাদেশে ফিরবেন আগামী ১১ নভেম্বর। 

এদিকে এই দল থেকে আগেই বিচ্ছিন্ন হয়ে গেছেন চোটের কারণে বিশ্বকাপ শেষ হয়ে যাওয়া দুই অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন আর সাকিব আল হাসান। সাইফউদ্দিন দেশে ফিরে এলেও সাকিব আল হাসান ছুটি মিলতেই ছুটে গেছেন যুক্তরাষ্ট্রে।

এনইউ