ব্যাটসম্যানদের আসা যাওয়ার মিছিল ছিল শুরু থেকেই। শামীম পাটওয়ারী প্রতি আক্রমণের দিশাই দেখিয়েছিলেন বাংলাদেশকে। কিন্তু তিনিও ফিরলেন অবশেষে, বাংলাদেশকে আরও বিপদে ফেলে।

শামীম প্রতি আক্রমণে দ্রুত কিছু রান তুলেছিলেন। তার সঙ্গে মাহমুদউল্লাহর জুটিতে ভর করে ২৩ বলে কোনো উইকেট হারায়নি বাংলাদেশ। পুরো ইনিংসে এটাই ছিল দলের সবচেয়ে বড় জুটি। 

এর শেষটা হয়েছে জ্যাম্পার বলে। খানিকটা জায়গা বানিয়ে তাকে কাট করে পয়েন্ট দিয়ে বলটা বের করে দিতে চেয়েছিলেন শামীম। তবে সেটা হয়নি, তার ব্যাটে চুমু দিয়ে বলটা জমা পড়েছে উইকেটরক্ষক ম্যাথু ওয়েডের হাতে।

এর ঠিক পরের বলেই ফিরে গেছেন মেহেদী হাসানও। তিনিও শামীমের মতো করেই জায়গা বানিয়ে খেলতে চেয়েছিলেন জ্যাম্পাকে। টার্নে পরাস্ত হয়ে হয়েছেন এলবিডব্লু। রিভিউ নিয়েও রক্ষা মেলেনি তার। ওভারের শেষ দুই বলে উইকেট, তাই পরের ওভার যখন করতে আসবেন জ্যাম্পা, থাকবেন হ্যাটট্রিকের সামনে।