পাকিস্তানের হাতে বিশ্বকাপ দেখছেন না তারা
বিশ্বকাপ শুরুর আগে ফেভারিটের তকমা ছিল না পাকিস্তানের গায়ে। তবে নিজেদের প্রথম ম্যাচে ভারতকে হারিয়ে চমক দেয় পাকিস্তান। টি-টোয়েন্টি বিশ্ব আসরে প্রথমবারের মতো ভারতকে পরাজিত করে তারা। সেই ধারাবাহিকতা ধরে রেখেছে বাবর আজমের দল। নিজেদের খেলা চার ম্যাচে টানা চার জয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান। তবুও পাকিস্তানকে শিরোপার দাবিদার মনে করেন না অস্ট্রেলিয়ার সাবেক খেলোয়াড় টম মুডি এবং ভারতের সাবেক দুই ক্রিকেটার গৌতম গম্ভীর ও অজিত আগারকার।
ভারতের পর নিউজিল্যান্ড, আফগানিস্তান ও নামিবিয়ার বিপক্ষে জয় তুলে নেওয়া পাকিস্তান দলের পারফরম্যান্স বিশ্লেষণ করে টম মুডি বলেন, ‘ইংল্যান্ড কিভাবে খেলছে তা দেখতে হবে আপনাকে। সে হিসেবে পাকিস্তানকে ফেভারিট হিসেবে চিহ্নিত করা ভুল হবে।’
বিজ্ঞাপন
গৌতম গম্ভীর তার ব্যাখ্যায় বলেন, ‘পাকিস্তান দেখিয়েছে বোলিং বিভাগ আপনাকে টুর্নামেন্টে জিতিয়ে দিতে পারে। নতুন বলে বোলিং করা সহজ, বিশেষত আপনি যখন বলটি সুইং করতে পারেন। শাহীন আফ্রিদি মূলত নতুন বলে বল করেছে। হারিস রউফ মাঝে ও ডেথ ওভারে বোলিং করেন। পাকিস্তানের হয়ে দারুণ খেলেছে তিনি। তবে পাকিস্তানকে ফেভারিট বলা মুশকিল। এই মুহূর্তে আমি ইংল্যান্ডের ভালো সম্ভাবনা দেখছি।’
অজিত আগারকার পাকিস্তানকে ফেভারিট মানছেন যদিও। গম্ভীরের মতো পাকিস্তানের বোলিং বিভাগকে ভাসাচ্ছেন প্রশংসা বন্যায়। তবে এখনই বাবর আজমদের হাতে শিরোপা দেখছেন না তিনি।
অজিত বলেন, ‘তারা ভালো বোলিং করছে। ভালো ব্যাটিং করছে। সত্যিকার অর্থে তারা দুর্দান্ত ফিল্ডিং করছে। তারা অবশ্যই আমার অন্যতম ফেভারিট। তবে পাকিস্তান কী করে তা দেখার জন্য অপেক্ষায় থাকতে হবে।’
টিআইএস