আগ্রাসী ব্যাটিংয়ে বেশ নামডাক আর সুখ্যাতি কুড়িয়েছেন নিউজিল্যান্ডের টপ-অর্ডার ব্যাটসম্যান মার্টিন গাপটিল। বিশ্বকাপের মঞ্চে নিজেকে চেনান আলাদা করে। একদিনের ক্রিকেটের বিশ্বকাপ আসরে ব্যাট হাতে ডাবল শতক হাঁকানোর কীর্তি আছে কিউই ওপেনারের। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের শুরুর কয়েক ম্যাচে ব্যাট হাতে ছন্দ খুঁজে পাননি। ছিলেন নিজের ছায়া হয়ে। তবে দলকে নক-আউট পর্বে নিতে খোলস ছেড়ে বের হন। যদিও আক্ষেপ নিয়ে মাঠ ছেড়েছেন গাপটিল।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে সুপার টুয়েলভ পর্বের ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড। এ ম্যাচে টস হেরে ব্যাট করতে নামে ব্ল্যাকক্যাপসরা। দলের হয়ে ওপেন করতে নেমে বিধ্বংসী ব্যাটিংয়ে সেঞ্চুরির পথে ছুটছিলেন গাপটিল। তবে ইনিংসের ১৯তম ওভারে ব্র্যাডলি হুইলকে উড়িয়ে মারতে গিয়ে ক্যালাম ম্যাকলিওডের হাতে ধরা পড়েন তিনি। শতকের খুব কাছে গিয়েও ফিরতে হয় ৯৩ রানে। ৫৬ বলের ঝোড়ো ইনিংসটি সাজান ৬টি চার ও ৭টি ছয়ের মারে।

গাপটিলের ব্যাটে স্কটল্যান্ডের বিপক্ষে বড় সংগ্রহ দাঁড় করেছে নিউজিল্যান্ড। নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৭২ রান করেছে তারা। স্কটিশদের বিপক্ষে এ ম্যাচ জিতলে সেমিফাইনালের দৌড়ে অনেকটাই এগিয়ে যাবে নিউজিল্যান্ড।

ম্যাচে আগে ব্যাট করতে নেমে অবশ্য শুরুটা ভালো হয়নি নিউজিল্যান্ডের। দলীয় ৩৫ রানেই ড্যারিল মিচেল ও কেন উইলিয়ামসনের উইকেট হারিয়ে বসে কিউইরা। সুবিধা করতে পারেননি ডেভন কনওয়েও। মিচেল ১৩, উইলিয়ামসন শূন্য ও কনওয়ে আউট হন ১ রান করে। ৫২ রানে ২ উইকেট হারানো দলকে টেনে তোলেন গাপটিল আর গ্লেন ফিলিপস। চতুর্থ উইকেটে দুজন যোগ করেন ১০৫ রান। যেখানে ৩৫ বলে অর্ধশতক তুলে নেন গাপটিল। 

পরে ফিলিপস ৩৩ রান করে আউট হলে ব্যাট হাতে ঝড় তোলেন গাপটিল। তবে আক্ষেপ নিয়ে মাঠ ছেড়তে হয় তাকে। ইনিংসের ১৯তম ওভারে ব্র্যাডলি হুইলকে উড়িয়ে মারতে গিয়ে ক্যালাম ম্যাকলিওডের হাতে ধরা পড়েন তিনি। শতকের খুব কাছে গিয়েও ফিরতে হয় ৯৩ রানে। ৫৬ বলে ঝোড়ো ইনিংসটি সাজান ৬টি চার ও ৭টি ছয়ের মারে। গাপটিলের ব্যাটে স্কটল্যান্ডের বিপক্ষে বড় সংগ্রহ দাঁড় করেছে নিউজিল্যান্ড। নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ১৭২ রানের পুঁজি পেয়েছে কিউইরা।

টিআইএস