নাঈমের উইকেট দিয়েই শুরু রাবাদার ধ্বংসযজ্ঞের/গেটি ইমেজ

টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হলো না বাংলাদেশের। পাওয়ারপ্লেতেই হারিয়ে বসেছে দুটো উইকেট। পরে ফিরেছেন আরও চার জন। বিদায় নিয়েছেন ওপেনার নাঈম শেখ ও তিনে ব্যাট করতে আসা সৌম্য সরকার। তাতে বিপাকেই পড়ে গেছে মাহমুদউল্লাহর দল।

বিশ্বকাপের সুপার টুয়েলভের হারের বৃত্ত থেকে বেরোবার শপথ নিয়ে এবার বিশ্বকাপে পাড়ি জমিয়েছিল বাংলাদেশ। কিন্তু দুবার কাছাকাছি চলে এলেও অধরা সেই জয়ের দেখা পাননি মাহমুদুল্লাহরা। তাতে সেমিফাইনালের সুযোগটা শেষ হয়ে গেছে কার্যত। 

তবে সেটা হলেও বাংলাদেশের অন্তত একটা জয়ের সুযোগ এখনো রয়েই গেছে। সেই লক্ষ্যেই আজ নিজেদের চতুর্থ ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয় দল। আজ আবুধাবিতে টসে হারেন অধিনায়ক মাহমুদউল্লাহ। দক্ষিণ আফ্রিকা সিদ্ধান্ত নেয় ফিল্ডিংয়ের।

তবে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের। ম্যাচের দ্বিতীয় ওভারে কাগিসো রাবাদার বলে লিটন দাস দারুণ এক কাভার ড্রাইভে চার হাঁকিয়ে শুভ সূচনার ইঙ্গিত দিলেও সেটা টেকেনি বেশিক্ষণ। 

ম্যাচের চতুর্থ ওভারে সেই রাবাদাই পরে টানা দুই বলে দুই উইকেট তুলে নেন। নাঈম শেখ রাবাদার দ্বিতীয় ওভারের পঞ্চম বলে শর্ট মিড উইকেটে সহজ ক্যাচ দিয়ে ১১ বলে ৯ রান করে ফেরেন। এর ঠিক পরের বলেই লেগ বিফোরের ফাঁদে পড়েন সৌম্য সরকার। আউট হয়ে যান মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ও লিটন দাস। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ৪৫ রান করেছে বাংলাদেশ।

এক ওভার পর রাবাদা তার ব্যক্তিগত তৃতীয় ওভার করতে এসেও বাংলাদেশ ইনিংসে আঘাত হানার রীতিটা ধরে রেখেছেন। যদিও তাতে মুশফিকুর রহিমের দায়টাই বেশি। রাবাদার অফস্টাম্পের অনেক বাইরে দিয়ে করা বলে ব্যাট চাইলে উইকেটের পেছনে ক্যাচ দেন তিনি। তাতে পাওয়ারপ্লে শেষ হওয়ার আগেই তিন উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ।

এনইউ/এমএফ